নিউ দিঘায় এই জায়গাতেই তৈরি হবে পার্কিং এরিনা। নিজস্ব চিত্র
দুর্গাপুজো, বড়দিন কিংবা নিউ ইয়ার উদযাপনের জন্য অনেকেই ট্যুরিস্ট বাসে দিঘায় পিকনিক করতে আসেন। ওই ট্যুরিস্ট বাসগুলির জন্য নির্দিষ্ট কোনও পার্কিং এলাকা নেই দিঘায়। ফলে উৎসবের মরসুমে দিঘায় আসা অনেক ট্যুরিস্ট বাস রাস্তার পাশে কিংবা ঝাউ জঙ্গলের পাশে রেখেই পর্যটকরা পিকনিকে চলে যান। শুধু উৎসবের মরসুম নয়, প্রায় সারা বছরই দিঘায় পর্যটকদের ভিড় লেগে থাকে। ফলে পার্কিং নিয়ে দিঘায় সমস্যা রয়েছেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত কয়েক বছরে দিঘায় সৌন্দার্য্যায়ন হয়েছে। এখন বহু পর্যটক গাড়ি নিয়ে দিঘায় বেড়াতে আসেন। কিন্তু দিঘার যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের জন্য যানজট এখন রোজকার ছবি। সমস্যার স্থায়ী সমাধানের জন্য এবার উদ্যোগী হয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)। দিঘা বাইপাসের কাছে গড়া হচ্ছে সেন্ট্রাল পার্কিং এরিনা। দুর্গাপুজোর আগেই এই প্রকল্পের প্রথম দফার কাজ শেষ করতে চাইছে পর্ষদ। সবকিছু ঠিক থাকলে এ বার পুজোয় বা শীতের মরসুমে ট্যুরিস্ট বাস নিয়ে পিকনিক করতে দিঘায় এলে পর্যটকদের আর পার্কিং নিয়ে সমস্যায় পড়তে হবে না।
ডিএসডিএ সূত্রে জানা গিয়েছে, নিউ দিঘার অমরাবতী পার্কে টয়ট্রেনের পিছনের ফাঁকা মাঠে প্রায় ১৫ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে ওই কেন্দ্রীয় পার্কিং এরিনা। এর জন্য প্রথম দফায় বরাদ্দ হয়েছে ৪ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের কাজও শুরু হয়েছে। যাতায়াতের সুবিধার জন্য দিঘা বাইপাসের পাশে এই পার্কিং এরিনা গড়া হচ্ছে। এখানে প্রায় সাড়ে চারশো ট্যুরিস্ট বাস পার্কিংয়ের ব্যবস্থা হচ্ছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে। এই পার্কিং এরিনা পুরোমাত্রায় চালু হয়ে গেলে দিঘায় যানজটের সমস্যা অনেকটাই মিটে যাবে বলে আশা পর্ষদের।
ডিএসডিএ-র সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী বলেন, “দিঘায় বেড়াতে আসা পর্যটকদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখি। তাই পার্কিং নিয়ে ঝামেলা এড়াতে কেন্দ্রীয় পার্কিং এরিনা গড়া হচ্ছে।’’
পর্ষদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পর্যটকেরা। নদিয়ার কৃষ্ণনগর থেকে আসা সন্দীপ মুখোপাধ্যায় বলেন, “ট্যুরিস্ট বাসে করে আগে কয়েক বার বন্ধুদের নিয়ে দিঘায় পিকনিক করতে এসেছি। পার্কিং নিয়ে সমস্যায় পড়ে হয়েছিল। কোনও কোনও সময় রাস্তার পাশে পার্কিং করতে হত। তাতে পুলিশের ঝামেলা ছিল। পার্কিং এরিনা হলে সেই সমস্যা মিটে যাবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy