Advertisement
১৭ জুন ২০২৪

শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন

ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। জেলা প্রশাসন সূত্রে খবর, কাল, বুধবার থেকে এই কাজ শুরু হবে। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আর অর্জুন বলেন, “ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার সব রকম চেষ্টাই হবে।’’

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৪
Share: Save:

ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। জেলা প্রশাসন সূত্রে খবর, কাল, বুধবার থেকে এই কাজ শুরু হবে। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আর অর্জুন বলেন, “ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার সব রকম চেষ্টাই হবে।’’

সোমবার মেদিনীপুরে কালেক্টরেটের সভাঘরে এক সর্বদল বৈঠক হয়। ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলার বিষয়টি বৈঠকে জানিয়ে দেওয়া হয়। ছিলেন জেলার ওসি (ইলেকশন) মনমোহন ভট্টাচার্য। কী ভাবে এই তালিকা সংশোধনের কাজ এগোবে, নির্বাচন কমিশনের কী নির্দেশ রয়েছে, তাও জানিয়ে দেওয়া হয়।

প্রতি বছর সেপ্টেম্বরে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়। শুরুতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। এরপর নতুন নাম তোলার আবেদন জমা পড়ে। খসড়া তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে তাও জমা পড়ে। সব দিক খতিয়ে দেখে জানুয়ারিতে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়। কাল, বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ওই দিন থেকেই শুরু হবে সংশোধনের কাজ। ৭ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন বা অভিযোগ জানানো যেতে পারে। ২১ নভেম্বরের মধ্যে তার নিষ্পত্তি হবে। সংশোধিত তালিকা প্রকাশিত হবে ২০১৭ সালের ৫ জানুয়ারি। এখন পশ্চিম মেদিনীপুরে ভোটার সংখ্যা ৪২ লক্ষ ৯৪ হাজার ৩৭১ জন। পুরুষ ২১ লক্ষ ৯৩ হাজার ২৭১ জন, মহিলা ২১ লক্ষ ১ হাজার ৯০ জন এবং অনান্য ১০ জন। প্রতি বছর ভোটার সংখ্যা বাড়ে। জেলা প্রশাসনের আশা, এ বারও তালিকায় নাম তোলার ক্ষেত্রে উৎসাহ দেখাবে তরুণরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Voter list Correction start
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE