Advertisement
১৮ মে ২০২৪
ঘাটালে হ্যালোজেন ট্যাবলেট বিলি

জল নামলে বাড়বে রোগের প্রকোপ, সাবধান প্রশাসন

জলমগ্ন এলাকা থেকে জল নামতে শুরু করেছে। সঙ্গে ছড়াচ্ছে নানা জলবাহিত রোগের প্রকোপ। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ঘাটালের মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান বলেন, ‘‘জলমগ্ন এলাকায় বিভিন্ন এলাকায় আবর্জনা জমা হয়েছে। জল নেমে যাওয়ার পর এখন দূষিত ছড়াচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘বহু এলাকায় পানীয় জলের নলকূপ ডুবে গিয়েছিল। ফলে এখন জল ও মশাবাহিত রোগের প্রকোপ ঠেকাতে পদক্ষেপ করা হচ্ছে।’’

ব্লিচিং ছড়ানোর কাজ চলছে। —নিজস্ব চিত্র

ব্লিচিং ছড়ানোর কাজ চলছে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৫
Share: Save:

জলমগ্ন এলাকা থেকে জল নামতে শুরু করেছে। সঙ্গে ছড়াচ্ছে নানা জলবাহিত রোগের প্রকোপ। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ঘাটালের মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান বলেন, ‘‘জলমগ্ন এলাকায় বিভিন্ন এলাকায় আবর্জনা জমা হয়েছে। জল নেমে যাওয়ার পর এখন দূষিত ছড়াচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘বহু এলাকায় পানীয় জলের নলকূপ ডুবে গিয়েছিল। ফলে এখন জল ও মশাবাহিত রোগের প্রকোপ ঠেকাতে পদক্ষেপ করা হচ্ছে।’’

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ঘাটালের মনসুকা, ইড়পালা, দেওয়ানচক, কুঠিঘাট-সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় জলবাহিত নানা রোগ ছড়াচ্ছে। ওি সব এলাকায় মানুষের সচেতনতা বাড়াতে প্রচার করা হচ্ছে। বিভিন্ন এলাকায় ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডারও। হ্যালোজেন ট্যাবলেটও বিলি করা হচ্ছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “পরিবেশ শোধনের কাজই এখন আমাদের একমাত্র লক্ষ্য। জলমগ্ন ছিল এমন এলাকাগুলি চিহ্নিত করে রাস্তায়, নিকাশি নালায় ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত ও পুর-প্রশাসনকে নিয়েই এই কাজ চলছে।”

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যে সব এলাকা থেকে জল নেমে গিয়েছে, সেখানে ডায়েরিয়া, জন্ডিস-সহ পেটের নানা অসুখ বাড়ার সম্ভবনা রয়েছে। দূষিত জল থেকেই সাধারণত এই সব রোগ হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “জেলায় ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই নতুন করে জেলায় জলবাহিত রোগ যাতে না ছড়ায় সে জন্য আমরা প্রস্তুত।’’ তিনি আরও বলেন, ‘‘একাধিক মেডিক্যাল টিম তৈরি রাখা হয়েছে। ভ্রাম্যমাণ গাড়ি করেও গ্রামে গ্রামে চিকিৎসক দলও পরিদর্শনে যাচ্ছেন। উদ্বেগের কিছু নেই।”

জল নেমে যাওয়ায় বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকার নলকূপ ও ট্যাপ কল থেকে ঘোলা জল বেরনোর খবরও পাওয়া গিয়েছে। নলকূপগুলি সংস্কারের উদ্যোগী হয়েছে ব্লক প্রশাসন। ঘাটালের বিডিও সঞ্জয় পণ্ডিত বলেন, “ইতিমধ্যেই ৭০টি নলকূপ সংস্কার করা হয়েছে। নলকূপ থেকে ঘোলা জল পড়ার খবর পেলেই পঞ্চায়েত প্রধানদের বলা হয়েছে। দ্রুত নলকূপ সংস্কারের জন্য একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে।”

ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষের বক্তব্য, “শহরের ১২টি ওয়ার্ডই জলে ডুবে গিয়েছিল। ফলে কিছু ট্যাপ কল জলের তলায় চলে গিয়েছিল। এখন ওই কলগুলি পরিষ্কারের কাজ চলছে। পুরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় জলের গাড়িও পাঠানো হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

water-borne diseases
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE