Advertisement
০২ মে ২০২৪

চাকরির দাবিতে পথে সিপিএমের ছাত্র-যুব সংগঠন

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, এসএসসি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চালু, সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি-সহ বেশ কিছু দাবিতে সোমবার মেদিনীপুর শহরে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি করল সিপিএমের ছাত্র-যুব সংগঠন। এসএফআই এবং ডিওয়াইএফের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে এ দিন শহরের গাঁধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি হয়।

শহরে অবস্থান এসএফআই-ডিওয়াইফের

শহরে অবস্থান এসএফআই-ডিওয়াইফের

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৪ ০০:৩১
Share: Save:

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, এসএসসি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চালু, সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি-সহ বেশ কিছু দাবিতে সোমবার মেদিনীপুর শহরে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি করল সিপিএমের ছাত্র-যুব সংগঠন। এসএফআই এবং ডিওয়াইএফের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে এ দিন শহরের গাঁধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফের রাজ্য সম্পাদক জামির মোল্লা, এসএফআইয়ের রাজ্য সভানেত্রী মধুজা সেন রায়, ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ, এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা প্রমুখ। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা করেন। বেকারদের চাকরির দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপবাবু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী কখনও বলছেন, তিন লক্ষ চাকরি হয়ে গিয়েছে। কখনও বলছেন, ছ’লক্ষ চাকরি হয়ে গিয়েছে। আবার কখনও বলছেন, দশ লক্ষ চাকরি হয়ে গিয়েছে। এ সবই ভাঁওতা।” এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগতবাবুর কথায়, “এই সময়ের মধ্যে চাকরি যে হয়নি তা নয়। কিন্তু, কারা চাকরি পেয়েছেন? যাঁরা চাকরি থেকে অবসর নিয়েছিলেন, তাঁদের মধ্যে বাছাই করা কয়েকজনকে ফের নিয়োগ করা হয়েছে।” নেতৃত্বের মতে, এসএফআই-ডিওয়াইএফ সবাইকে কাজ দেওয়ার কথা বলে। কেউ কংগ্রেস করতে পারেন, কেউ তৃণমূল করতে পারেন, কেউ সিপিএম করতে পারেন। কিন্তু খিদের জ্বালা সকলেরই এক।

এ দিন দুপুর বারোটা নাগাদ সিপিএমের ছাত্র-যুবদের এই কর্মসূচি শুরু হয়। চলে বিকেল তিনটে পর্যন্ত। গাঁধী মূর্তির পাদদেশ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোরই একটি। ব্যস্ত এই এলাকায় রিং রোডের এক দিকে কর্মসূচি চলায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।

একটা সময় পশ্চিম মেদিনীপুরের একাধিপত্য ছিল এসএফআই-ডিওয়াইএফের। এখন একেবারে কোণঠাসা দশা। এ দিন নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট, ঘুরে দাঁড়াতে জনমুখী বিষয় নিয়ে আন্দোলনে যাবেন তাঁরা। আর সে ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি। ডিওয়াইএফের এক জেলা নেতার কথায়, “আমরা ক্ষমতায় নেই ঠিকই। তবে আমাদের স্লোগান আছে। বেকারদের যন্ত্রণা বোঝার জন্য মন আছে। কাজ ও শিক্ষার দাবিতে পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন করে আন্দোলন করতে হবে।” এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফের জেলা সভাপতি চিন্ময় পাল, এসএফআইয়ের জেলা সভাপতি সোমনাথ চন্দ প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE