Advertisement
১৮ মে ২০২৪
নিজস্ব সংবাদদাতা

চার বছরেও তদন্ত হয়নি, ক্ষোভ

২০১০ সাল থেকে অভিযোগ জানিয়ে আসছেন। অথচ চার বছরে এক বারও তদন্তে যায়নি কেউ। মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মেদিনীপুর শহরের মীরবাজার এলাকার বাসিন্দা দীপক মাইতি।

মেদিনীপুর
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৮
Share: Save:

২০১০ সাল থেকে অভিযোগ জানিয়ে আসছেন। অথচ চার বছরে এক বারও তদন্তে যায়নি কেউ। মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মেদিনীপুর শহরের মীরবাজার এলাকার বাসিন্দা দীপক মাইতি। তাঁর অভিযোগ, “আমার বাড়ির পাশে অর্জুনচন্দ্র কুণ্ডু নামে এক ব্যক্তি বেআইনিভাবে বাড়ি তৈরি করছেন। পুরসভা ও প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছি। দুঃখের বিষয় পুরসভা থেকে একবার কেউ তদন্তে পর্যন্ত এলো না! আমার অভিযোগ ভুল কিনা সেটাও অন্তত বলে যাক।” কেন এমন ঘটনা ঘটল? পুরপ্রধান প্রণব বসু বলেন, “অভিযোগ তো কত আসে। সবই তো তদন্তের জন্য পাঠানো হয়। এক্ষেত্রে কী হয়েছে, খতিয়ে দেখব।”

নিয়ম বহির্ভূত ভাবে প্রতিবেশী বাড়ি তৈরি করছে বলে ২০১০ সাল থেকে বারেবারেই পুরসভায় অভিযোগ জানিয়ে আসছেন দীপকবাবু। পুরসভার কাছ থেকে কোনও রকম ইতিবাচক সাড়া না পেয়ে মহকুমা শাসক থেকে জেলাশাসক - সবার কাছেই অভিযোগ জানিয়েছেন। প্রশাসনিক কর্তারাও বারেবারে পুরসভাকে বিষয়টি খতিয়ে দেখার জন্য চিঠি দিয়েছি। কিন্তু এখন কোনও তদন্ত পর্যন্ত হল না। দীপকবাবুর কথায়, “ভাবতে অবাক লাগছে, পুরসভার একজন নাগরিক হয়ে এটুকু অধিকারও কী নেই যে অভিযোগ করলে একবার তদন্ত হবে। চার বছরে পুরসভার একবারও সময় হল না! অথচ, এর ফলে আমি চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি। আমি মিথ্যে অভিযোগ করছি কিনা, সেটাও তো দেখার দরকার। নাকি যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অর্থবান হওয়ায় পুরসভা তদন্ত পর্যন্ত করাচ্ছে না।” এবার অবশ্য পুর প্রধান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

medinipur municipality illegal construction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE