Advertisement
১৭ মে ২০২৪

ধৃত কোষাধ্যক্ষের বাড়িতে তল্লাশি, মিলল গুরুত্বপূর্ণ নথি

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ঘাটাল ব্লক অফিসের কোষাধ্যক্ষ। জেরায় তিনি আর্থিক দুর্নীতির কথা স্বীকার করেছেন বলেও পুলিশের দাবি। এ বার ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারেরও দাবি করল পুলিশ। মঙ্গলবার সকালে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ায় ভরত দাস অধিকারী নামে ওই কোষাধ্যক্ষের বাড়িতে ঘণ্টা তিনেক তল্লাশি চালায় ঘাটাল থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
চন্দ্রকোনা রোড শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৫ ০১:১৪
Share: Save:

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ঘাটাল ব্লক অফিসের কোষাধ্যক্ষ। জেরায় তিনি আর্থিক দুর্নীতির কথা স্বীকার করেছেন বলেও পুলিশের দাবি। এ বার ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারেরও দাবি করল পুলিশ।

মঙ্গলবার সকালে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ায় ভরত দাস অধিকারী নামে ওই কোষাধ্যক্ষের বাড়িতে ঘণ্টা তিনেক তল্লাশি চালায় ঘাটাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে মিলেছে ব্যাঙ্কের নকল স্ট্যাম্প, ব্লক অফিসের একাধিক আলমারির চাবি-সহ বেশ কিছু নথিপত্র।

জেরায় অভিযুক্ত ভরত দাস অধিকারী জানিয়েছেন, ঘাটাল শহরের কলেজ সংলগ্ন একটি দোকান থেকেই ওই নকল স্ট্যাম্প তৈরি করেছিলেন। পুলিশ জানিয়েছে, ওই তদন্তের স্বার্থে পুলিশ ওই দোকানের মালিকের নাম না প্রকাশ করলেও প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হতে পারে। পুলিশ জেরায় আরও জানতে পেরেছে, নকল স্ট্যাম্প তৈরি করে প্রশাসনিক সব কাজ ব্লক অফিসে বসেই করতেন ভরতবাবু। প্রতিদিন অফিস আসার সময় যে ব্যাগ আনতেন সেই ব্যাগেই টাকা ভরে নিয়ে যেতেন তিনি। সর্বাধিক আট লক্ষ টাকা ব্যাগে নিয়ে গিয়েছিলেন বলেও তিনি পুলিশকে জানিয়েছেন। ভরতবাবু ওই টাকা এখন কোথায় গচ্ছিত রেখেছেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযুক্তের প্রতিবেশীদের সূত্রের খবর, এই ক’বছর ব্লক অফিসে কাজ করলেও রাতারাতি জীবনযাত্রায় বদল এসেছিল ভরতবাবুর। নতুন বাড়ি তৈরির পাশাপাশি সম্প্রতি তিনি গাড়িও কিনেছিলেন। এদিকে ঘাটাল ব্লকের বিডিও সঞ্জয় পণ্ডিত বলেন, “বিষয়টি লিখিত ভাবে জেলাশাসককে জানানো হয়েছে। নিয়মানুযায়ী সাসপেন্ডের জন্য সরকারিভাবে প্রক্রিয়া শুরু হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

search chadrakona road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE