Advertisement
০২ মে ২০২৪

ব্যবসায়ীর টাকা ছিনতাই, চন্দ্রকোনায় গ্রেফতার দুই

টাকা তুলে ব্যাঙ্ক থেকে বেরনোর পরই এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই হল। চন্দ্রকোনা শহরের গাছশীতলার কাছে এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সামনে মঙ্গলবার দুপুর এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ অবশ্য বিকেলের মধ্যেই টাকা-সহ অভিযুক্ত দুই দুষ্কৃতীকেই পাকড়াও করেছে আনন্দপুর থানার রাজগ্রাম থেকে। ধৃতদের নাম পি সুমিত এবং মনোজ দাস। দু’জনেরই বাড়ি ওড়িশায়। দিনে-দুপুরে জনবহুল ওই এলাকা থেকে এমন ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগে এলাকার বাসিন্দা, ব্যবসায়ীরা।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০১:১০
Share: Save:

টাকা তুলে ব্যাঙ্ক থেকে বেরনোর পরই এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই হল। চন্দ্রকোনা শহরের গাছশীতলার কাছে এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সামনে মঙ্গলবার দুপুর এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ অবশ্য বিকেলের মধ্যেই টাকা-সহ অভিযুক্ত দুই দুষ্কৃতীকেই পাকড়াও করেছে আনন্দপুর থানার রাজগ্রাম থেকে। ধৃতদের নাম পি সুমিত এবং মনোজ দাস। দু’জনেরই বাড়ি ওড়িশায়। দিনে-দুপুরে জনবহুল ওই এলাকা থেকে এমন ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগে এলাকার বাসিন্দা, ব্যবসায়ীরা।

পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে চন্দ্রকোনা থানা এলাকার হিমঘর মালিক বাসুদেব গুছাইত শহরের একটি ব্যাঙ্ক থেকে দেড় লাখ টাকা তুলে ব্যাঙ্ক থেকে বেরিয়ে নির্দিষ্ট স্থানে রাখা মোটর বাইকের দিকে যাচ্ছিলেন। সে সময়েই ছিনতায়ের ঘটনাটি ঘটে। স্থানীয়েরা জানান, বাসুদেববাবুর চিৎকারে পাশাপাশি দোকানদারেরা এবং ব্যাঙ্কের অন্য গ্রাহকেরা বেরিয়ে পড়েন। ব্যাঙ্কের সামনেই গাছশীতলা এলাকায় দুই ট্রাফিক পুলিশকেও খবর দেওয়া হয়। কিন্তু নিমেষের মধ্যেই দুষ্কৃতীরা বেপাত্তা হয়ে যায়। খবর পেয়েই চন্দ্রকোনা থানার ওসি আশিস জৈন পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। বাসুদেববাবু জানান, হাত থেকে ব্যাগটি নিয়ে দুষ্কৃতীরা চন্দ্রকোনা রোডের দিকে পালায়। পুলিশ তা জেনে চন্দ্রকোনা সড়কের দিকে ধাওয়া করে। খবর দেওয়া হয় পাশাপাশি থানাগুলিতে।

পুলিশ জানতে পারে, দুষ্কৃতীরা বেনাচাপড়া রাস্তা ধরে আনন্দপুর থানা এলাকায় দিকে এগোচ্ছে। দুষ্কৃতীদের পিছু নিলে তারা ব্যাগ থেকে টাকা বের করে ছড়াতে শুরু করে। গ্রামের মানুষের তৎপরতায় পুলিশ বাইক-সহ দুই দুষ্কৃতীকে পাকরাও করে। পুলিশ জেনেছে, ধৃতেরা খড়্গপুরের একটি বড় ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chandrakona snatch arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE