Advertisement
১৯ মে ২০২৪

বেহাল রাস্তা সংস্কারে অবশেষে কাজের বরাত

দীর্ঘদিন ধরে জেলার সব থেকে বেহাল সড়কের সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরুর প্রক্রিয়া শেষ করল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। খড়্গপুর মহকুমার দাঁতন-২ ব্লকের খাকুড়দা-মোহনপুর সড়ক সংস্কারের জন্য শুক্রবার শিলিগুড়ির একটি ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। ওই সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজে এক বছরের মেয়াদে ওয়ার্ক ওর্ডার দেওয়া হয়েছে। কাজটি ১৭ কোটি ৪০ লক্ষ টাকার।

হাল ফিরতে চলেছে মোহনপুর-খাকুরদা রাস্তার। ফাইল ছবি।

হাল ফিরতে চলেছে মোহনপুর-খাকুরদা রাস্তার। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৪ ০১:৫১
Share: Save:

দীর্ঘদিন ধরে জেলার সব থেকে বেহাল সড়কের সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরুর প্রক্রিয়া শেষ করল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। খড়্গপুর মহকুমার দাঁতন-২ ব্লকের খাকুড়দা-মোহনপুর সড়ক সংস্কারের জন্য শুক্রবার শিলিগুড়ির একটি ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। ওই সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজে এক বছরের মেয়াদে ওয়ার্ক ওর্ডার দেওয়া হয়েছে। কাজটি ১৭ কোটি ৪০ লক্ষ টাকার।

মোহনপুর থেকে খাকুড়দা পর্যন্ত গুরুত্বপূর্ণ ২৪ কিলোমিটার সড়কের পুরোটাই বেহাল। ১৪ বছর আগে জেলা পরিষদের অর্থে সড়কটি তৈরি হয়েছিল। তারপর আর সংস্কার হয়নি। ক্রমেই বেড়েছে খানাখন্দ। পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনার সংখ্যাও। অথচ ওই সড়কের ওপরেই নির্ভরশীল দাঁতন-২ ব্লকের সাবরা, তুরকা, জেনকাপুর ও মোহনপুরের শিয়ালসাই গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ। ক্ষুব্ধ এলাকাবাসী বহুবার রাস্তা মেরামতের দাবিতে সরব হয়েছিলেন। কিন্তু সুরাহা হয়নি। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, গত বছরের শেষে সড়ক সংস্কারের তোড়জোর শুরু হয়। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের (আরআইডিএফ) মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ১৭ কোটি ৪০ লক্ষ টাকার প্রকল্প তৈরি করে আরআইডিএফ-এ জমা দেওয়া হয়। জানা গিয়েছে, বর্তমানে প্রায় সাড়ে ৩ মিটার চওড়া ওই সড়কটি সাড়ে ৫ মিটার সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। গত বছর অক্টোবরে ‘ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ (নাবার্ড) ওই সড়কের সমীক্ষা করে।

চলতি বছরে নাবার্ড থেকে আরআইডিএফ ফান্ডে ১৬ কোটি টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পরিষদ ও রাজ্য সরকার ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করে। মোট ১৭ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ওই রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজে দরপত্র আহ্বান করা হয়। তাতেই শিলিগুড়ির ওই ঠিকাদার সংস্থার নামে এ দিন বিকেলে ওয়ার্ক ওর্ডার দেওয়া হয়।

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা দাঁতন-২ ব্লক তৃণমূল সভাপতি শৈবাল গিরি বলেন, “বাম আমলে সরকার রাস্তা নির্মাণ করেই দায় সেরেছিল। কোনও দিন পূর্ণ সংস্কার করেনি। আমরা জেলা পরিষদে এসেই প্রক্রিয়া শুরু করেছিলাম। এ দিন সেই কাজের ওয়ার্ক ওর্ডার দেওয়া হল।” যদিও দাঁতন-২ ব্লক প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় মোহনপুরের দিক থেকে কাজ শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। শৈবালবাবুর কথায়, “দাঁতন-২ ব্লক প্রশাসন রাস্তার দু’ধারের গাছ কাটতে গড়িমসি করায় আপাতত মোহনপুরের দিক থেকে কাজ শুরু করতে হচ্ছে।” দাঁতন ২-এর বিডিও রুনু রায় অবশ্য বলেন, “২৪ কিলোমিটার রাস্তার গাছ কাটা তো রাতারাতি সম্ভব নয়। দরপত্র ডাকার প্রক্রিয়া চলছে। এত কোটি টাকার গাছের জন্য খুব শীঘ্র ই-টেন্ডার ডাকা হবে।”

কিন্তু এ সব জটিলতার কথা আপাতত ভাবছেন না এলাকাবাসী। সড়ক সংস্কারের কাজ শুরু হতে চলায় তাঁরা খুশি। দাঁতনের তুরকার বাসিন্দা সুশান্ত বেরা, মোহনপুর শিয়ালসাইয়ের ভগবান মাইতি বলেন, “এই বেহাল সড়কের হাল ফেরাতে আমরা দীর্ঘ লড়াই করেছিলাম। অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হতে চলায় একটি যুদ্ধে জয়লাভ করলাম।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bad road condition paschim medinipur district council
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE