Advertisement
১৮ মে ২০২৪

শিশু দিবসে খুদেদের সংবর্ধনা দিলেন শিক্ষকরাই

শিশু দিবস উপলক্ষে ১৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল সুতাহাটা প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার দুপুরে সুতাহাটার সুবর্ণ জয়ন্তী হলে ওই সংগঠনের পক্ষ থেকে শিশু দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল-সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া ও মেদিনীপুর শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৪ ০০:৩১
Share: Save:

শিশু দিবস উপলক্ষে ১৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল সুতাহাটা প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার দুপুরে সুতাহাটার সুবর্ণ জয়ন্তী হলে ওই সংগঠনের পক্ষ থেকে শিশু দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল-সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গান বাজনা, কবিতা আবৃত্তি-সহ বিভিন্ন কাজে দক্ষতার ভিত্তিতে উপরে বিচার করে ১৫ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হলদিয়া বিধানসভা এলাকার বিভিন্ন প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের ডাকা হয়েছিল। সমিতির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ম্যাজিক শো ও সার্কাস দেখানোর ব্যবস্থা করা হয়। সুতাহাটা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক রঞ্জিত দাস বলেন, “এ দিন আমাদের সংগঠনের পক্ষ থেকে শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের ম্যাজিক শো দেখানোর পাশাপাশি বিনা পয়সায় সার্কাস দেখানোর ব্যবস্থাও করা হয়েছিল।”

অন্য দিকে, সুতাহাটার বাড়বাসুদেবপুরে ‘শ্রুতি’ নামে শ্রবণ প্রতিবন্ধীদের স্কুলেও শিশু দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে এ দিন একটি শিল্প সংস্থার সহায়তায় ছাত্রছাত্রীদের বই, খাতা পেনসিল, জ্যামিতি বক্স দেওয়া হয়। ছাত্রছাত্রীদের খাওয়ার আগে ও পরে হাত ধোওয়ার উপযোগিতা সম্পর্কেও বলা হয়। হলদিয়ার জয়নগর হাইস্কুলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি আলোচনাসভার আয়োজন করা হয়। ওই বিষয়ের উপর স্কুলের ছাত্রছাত্রীরা একটি নাটক মঞ্চস্থ করে। শিশু দিবসে হলদিয়ার পুরপাঠ ভবনের ছাত্রছাত্রীদের স্কুলের পক্ষ থেকে মহিষাদল রাজবাড়ি ঘুরতে নিয়ে যাওয়া হয়। স্কুলের প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী রাজবাড়ির সংগ্রহশালা ঘুরে দেখে। তাছাড়া রাজবাড়ি চত্বরে আম বাগানে স্কুলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তমলুকের বিভিন্ন স্কুলেও শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্য দিকে, শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হল মেদিনীপুর শহরে। শহরের গোলকুয়াচক উন্নয়ন সমিতির উদ্যোগে এ দিন সকালে পথচলতি শিশুদের মধ্যে চকোলেট-বেলুন বিতরণ করা হয়। এই কর্মসূচি ঘিরে এলাকায় সাড়াও পড়ে। শহর কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ফল বিতরণ করা হয়। ছিলেন শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান। অন্য দিকে, বিজেপির উদ্যোগে হাসপাতালের শিশু ওয়ার্ডে শীতের টুপি এবং চকোলেট বিতরণ করা হয়। পাশাপাশি, নার্সদের সংবর্ধিতও করা হয়। ছিলেন অনয় মাইতি।

এ দিন শিশুদের চিকিত্‌সা শিবিরের আয়োজন করেছিল কর্নেলগোলা আলোর দিশারী ক্লাব। ৩৭০ জন শিশুর রোগ নির্ণয় করা ছাড়াও নিখরচায় ওষুধ বিলি করা হয়। শিশুদের চকোলেট, বিস্কুট দেওয়ার ব্যবস্থাও ছিল। ক্লাব সম্পাদক সৌরভ বসু জানান, বহু গরিব পরিবার শিশুদের সব সময় ভাল চিকিত্‌সকদের কাছে নিয়ে যেতে পারেন না। এ দিন শহরের বিভিন্ন নামি চিকিত্‌সকদের এনে তাই চিকিত্‌সার ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রণব বসু-সহ বিশিষ্টরা।

শিশু দিবসে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে দাঁত নিয়ে এক সচেতনতা শিবির হয়। উদ্যোক্তা ‘ন্যাশনাল ডেন্টিস্টস্‌ অ্যান্ড ডেন্টালস্টুডেন্ট ফেডারেশন’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

children's day felicitation haldia medinipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE