Advertisement
০১ নভেম্বর ২০২৪
West Bengal Legislative Assembly

সর্বাধিক এক মাস সাসপেন্ড করা যাবে বিধায়ককে, নতুন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ বিধানসভায়

বিধায়কদের মধ্যে বিধানসভায় আলোচিত বিষয় নিয়ে আদালতে যাওয়ার প্রবণতা লক্ষ করা গিয়েছে অতীতে। সেই প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

MLAs can be suspended for a maximum of one month, new decision in the West Bengal Legislative Assembly

বিধানসভায় কমল সাসপেনশনের মেয়াদ। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ১৭:২৪
Share: Save:

দিনের পর দিন আর সাসপেন্ড রাখা যাবে না কোনও বিধায়ককে। এই মর্মেই সিদ্ধান্ত নিতে চলেছে, পশ্চিমবঙ্গ বিধানসভা। সর্বাধিক ১ মাস সাসপেন্ড থাকতে পারবেন বিধায়ক। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নেওয়া হল বিধানসভার রুল কমিটিতে। গত বৃহস্পতিবার বিধানসভার রুল কমিটির বৈঠক হয়। সেখানেই এই বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘কোনও বিধায়কের সাসপেনশনের মেয়াদ ১ মাসের বেশি হতে পারবে না।’’ এই কমিটির চেয়ারম্যান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন তিনিও। তাই মনে করা হচ্ছে, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা কেবলমাত্র সময়ের অপেক্ষা।

গত বছর বাজেট অধিবেশন ২ দফায় বিজেপির ৬ জন বিধায়ককে সাসপেন্ড করেছিলেন স্পিকার। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তৃতার সময় বাধা দানের অভিযোগে প্রথমে সাসপেন্ড করা হয় বিজেপির বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে। পরে বিধানসভার অন্দরে মারামারির ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও ৪ জন বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত এ বিষয়ে দু’পক্ষকেই আলাপ-আলোচনা করে দিল্লিতে মিটিয়ে নিতে বলেন। শেষমেশ বিজেপি পরিষদীয় দলের আবেদনের ভিত্তিতে স্পিকার ৬ বিজেপি বিধায়কের সাসপেনশন উঠে যায়। গত এক বছরে বিধানসভায় শাসক-বিরোধী চাপান-উতোর হলেও, স্পিকার কোনও পক্ষকেই আর সাসপেনশনের পথ দেখাননি। তাই মনে করা হচ্ছে, কোনও বিধায়কের বিধানসভায় বিষয় নিয়ে আদালতে যাওয়ার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্য দিকে, বিধানসভার কমিটিগুলিতে মন্ত্রীদের আর রাখা হচ্ছে না। বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। এর মধ্যে ২৬টি হল স্ট্যান্ডিং কমিটি এবং অ্যাসেম্বলি কমিটি ১৫টি। মন্ত্রীদের প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তাই কমিটিতে তাঁদের না-রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্য বিষয়গুলি:

West Bengal Legislative Assembly MLAs suspend
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE