Advertisement
০১ নভেম্বর ২০২৪
Accidental Deaths

ঘন কুয়াশায় দুর্ঘটনা, মোটরবাইকের পিছনে ধাক্কা ডাম্পারের, নদিয়ায় মৃত্যু তিন যুবকের

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পাশাপাশি দেহ তিনটি উদ্ধার করে নাকাশিপাড়া পুলিশ মর্গ থেকে রবিবার শক্তিনগরে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘাতক ডাম্পারচালকের খোঁজ চলছে।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৮:২৮
Share: Save:

পথদুর্ঘটনায় মৃত্যু হল এক সঙ্গে তিন যুবকের। রবিবারের ঘটনায় শোরগোল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিয়ে মোটরবাইকে চেপে নদিয়ার দেবগ্রামে বাড়ি ফিরছিলেন তিন জন। ধ্বজপুকুরের কাছে তাঁদের বাইকের সঙ্গে একটি ডাম্পারের সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর, মৃত তিন জনের নাম মিঠুন সর্দার (২৪), সুমিত সর্দার (২২) এবং আশিস হাজরা (১৮)। কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ বহরমপুর থেকে একই বাইকে বাড়ি ফিরছিলেন তিন যুবক। বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি থেকে দেবগ্রামে বাড়ি ফেরার পথে দেবগ্রামের ধ্বজপুকুরের কাছে বাইক দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। জাতীয় সড়কে একটি ডাম্পার পিছন থেকে ধাক্কা মারে মোটর বাইকটিকে। বাইক থেকে ছিটকে পড়েন তিন জনে। গুরুতর আহত হন তিন জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দেবগ্রাম হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের আত্মীয় রবীন সর্দার বলেন, ‘‘বহরমপুর থেকে মেলা দেখে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ভোররাতে দুর্ঘটনায় ওদের মৃত্যুর খবর পেলাম।’’

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পাশাপাশি দেহ তিনটি উদ্ধার করে নাকাশিপাড়া পুলিশ মর্গ থেকে রবিবার শক্তিনগরে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘাতক ডাম্পারচালকের খোঁজ চলছে।

অন্য বিষয়গুলি:

Accidental Deaths
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE