নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে নবদ্বীপের বাবলারি গ্রাম পঞ্চায়েতের নিতাইনগরের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যা রান্না হয় তা মুখে তোলা যায় না। এ দিন পচা ডিম ও পোকা ধরা চাল নিয়ে অভিযোগ তুলেছিলেন খোদ রাঁধুনি। স্থানীয় পঞ্চায়েত প্রধান সিপিএমের সঞ্জীব দাস বলেন, ‘‘গ্রামবাসীরা ওই শিক্ষিকার বিরুদ্ধে আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি বিডিওকেও জানানো হয়েছে।’’ অভিযুক্ত ওই শিক্ষিকা বেবি দত্ত অবশ্য বলেন, ‘‘একবছরের চাল একলপ্তে দিলে সেই চালে তো পোকা ধরবেই। এতে আমার কিছু করার নেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy