Advertisement
১৮ মে ২০২৪
West Bengal Panchayat Election 2023

বিজেপি প্রার্থীকে হুমকির নালিশ

অভিযোগ, বেলডাঙা ২ ব্লকের অন্দুলবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শ্যামল সরকারের ভাই শ্রীবাসের ফোনে সেই হুমকি দিয়েছে শাহাজাহান শেখ।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রেজিনগর শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ০৯:২০
Share: Save:

রেজিনগর বিধানসভার একটা অংশে তৃণমূলের বিরোধ প্রকাশ্যে এসেছে। ব্লক সভাপতি ও বিধায়কের বিবাদ এলাকায় অজানা নয়। তার মধ্যে দুই পক্ষ বিভিন্ন যোগদান শিবিরে অন্য দলের নেতা ও তাদের অনুগামীদের তৃণমূলে যোগদান করিয়ে নিজেদের ক্ষমতা দেখাচ্ছেন। কিন্তু এই যোগদান, ভয় দেখিয়ে করানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে বিরোধীদের। এ বার বিজেপির এক পঞ্চায়েতের প্রার্থীকে ফোনে হুমকি দিয়ে তৃণমূল আনার চেষ্টার অভিযোগ উঠল রেজিনগরে। সেই ফোনের কল রেকর্ডও (অডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে অস্বস্তিতে শাসকদল।

অভিযোগ, বেলডাঙা ২ ব্লকের অন্দুলবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শ্যামল সরকারের ভাই শ্রীবাসের ফোনে সেই হুমকি দিয়েছে শাহাজাহান শেখ। শাহজাহান বেলডাঙা ২ (পূর্ব) তৃণমূলের ব্লক সভাপতি আতাউর রহমানের আত্মীয় বলে দাবি বিজেপির। অভিযোগ, ফোনে হুমকি দিয়ে তৃণমূলে যোগদানের কথা বলা হয়েছে। বিজেপির দাবি, শ্যামল যে বুথের প্রার্থী, সেই বুথেরই তৃণমূল প্রার্থী শুভঙ্কর সরকারের ভাই দীপঙ্করের সঙ্গে তাঁকে তৃণমূল পার্টি অফিসে গিয়ে দলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে বেলডাঙা ২ ব্লক বিজেপির আহ্বায়ক আসর আলি বলেন, “তৃণমূল চাপ দিয়ে, হুমকি দিয়ে নিজেদের দলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের দলের এক প্রার্থীর ক্ষেত্রেও একইকাজ করেছে।” তবে বেলডাঙা ২ (পূর্ব) তৃণমূলের সভাপতি আতাউর রহমান বলেন, “আমার শাহজাহান শেখ নামে কোনও ভাই নেই। ওই এলাকায় বিজেপির কোনও শক্তি নেই। ফলে ওই প্রার্থীকে দলে আনারও কোনও প্রয়োজন নেই। মিথ্যা অভিযোগ তুলে বিজেপি প্রচারে আসতে চাইছে।”

বিজেপি প্রার্থী শ্যামল বলেন, “আমার ফোন বন্ধ ছিল। যা বলার তা ভাই শ্রীবাসকে বলা হয়েছে।” এ দিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই শাহাজাহান বিষয়টি নিয়ে বলেন, “যা বলেছি বন্ধু ভেবে শ্রীবাসকে বলেছি। তাতে কোনও হুমকিই দেওয়া হয়নি। ও ভুল বুঝেছে। আর বিজেপি ভোটের মুখে তা নিয়ে নাটক করছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE