Advertisement
১৩ জুন ২০২৪
contractual workers

সাত বছর পরে বাড়ি ফিরল ছেলে

পরিবার সব স্থানে খোঁজ করেও তাদের ছেলেকে খুঁজে পায়নি। ওই গ্রামের বাসিন্দা আসাদুল হক মহারাস্ট্রের পুণেতে কাজ করেন। ১ এপ্রিল সেখানে গ্রামের ছেলে মানোয়ারকে দেখে চিনতে পারেন আসাদুল।

মানোয়ার শেখ। নিজস্ব চিত্র

মানোয়ার শেখ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বেলডাঙা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ০৮:১৩
Share: Save:

সাত বছর পর বাড়ি ফিরল এক যুবক। বেলডাঙা বেনাদহ হালাইপুর এলাকার বাসিন্দা বছর সাতাশের মানোয়ার শেখ। পরিবার সূত্রে দাবি, মানোয়ার বিশেষ চাহিদাসম্পন্ন। বৃহস্পতিবার বেলডাঙা ফিরেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সাত বছর আগে মানোয়ার রাজমিস্ত্রির কাজ করতে উত্তর চব্বিশ পরগনার সোদপুর যায়। সেই সময় কাজ সেরে বাড়ি ফেরার কথা এক ব্যক্তির সঙ্গে। কিন্তু মানোয়ার একা ফেরার চেষ্টা করেন। তারপর থেকে তাঁর খোঁজ ছিল না।

তাঁর পরিবার সব স্থানে খোঁজ করেও তাদের ছেলেকে খুঁজে পায়নি। ওই গ্রামের বাসিন্দা আসাদুল হক মহারাস্ট্রের পুণেতে কাজ করেন। ১ এপ্রিল সেখানে গ্রামের ছেলে মানোয়ারকে দেখে চিনতে পারেন আসাদুল। প্রথমে মানোয়ার তা বুঝতে পারেননি। পরে আসাদুল তাঁর পরিবারের সঙ্গে ফোনের ভিডিয়োয় যোগাযোগ করেন। মানোয়ার তখন আসাদুলকে বুঝতে পারেন। শেষে ৬ এপ্রিল আসাদুল হকের সঙ্গে বেলডাঙার বেনাদহ হালাইপুর গ্রামে ফেরেন মানোয়ার।

গ্রামের বহু মানুষ বেলডাঙা রেল স্টেশনে মানোয়ারকে দেখতে যান। মানোয়ারের বাবা ইয়াসিন শেখ বলেন, ‘‘সাত বছর পর ছেলে বাড়ি ফিরল খুব ভাল লাগছে। সাত বছর আগে সে কী ভাবে পুণে পৌঁছেছিল তার সবটা অজানা। আমরা ছেলেকে খুঁজে পাব তা ভাবতে পারিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

contractual workers Beldanga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE