Advertisement
১৯ মে ২০২৪

বৃদ্ধকে কুপিয়ে খুন কৃষ্ণনগরে

ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক বৃদ্ধকে। নিহতের নাম মলিন মণ্ডল (৮০)। বাড়ি কৃষ্ণনগরের গোয়ালদহ-ফুলতলাপাড়ায়। মঙ্গলবার সকালে ওই বৃদ্ধের ঘরের সামনে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০২:১২
Share: Save:

ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক বৃদ্ধকে। নিহতের নাম মলিন মণ্ডল (৮০)। বাড়ি কৃষ্ণনগরের গোয়ালদহ-ফুলতলাপাড়ায়। মঙ্গলবার সকালে ওই বৃদ্ধের ঘরের সামনে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ঘাড়ে ও মাথায় কোপ দিয়ে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তাঁর দুই নাতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সম্পত্তি ও টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়েই ওই বৃদ্ধকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ওই বৃদ্ধের স্ত্রী মারা গিয়েছেন। তখন থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন। পাড়ার ভিতরেই ছেলে ও বড় মেয়ের বাড়ি। কিন্তু তিনি তাঁদের কাছে থাকতেন না। তবে সকলেরই যাতায়াত ছিল তাঁর কাছে। এক সময় বেশ কিছু জমির মালিক ছিলেন ওই বৃদ্ধ। তার বেশির ভাগই তিনি বিক্রি করে দিয়েছেন। একটা পুকুর, একটা আম ও লিচু গাছের বাগান ও বিঘা খানেক জমি আছে তাঁর।

সেই সম্পত্তিই তিনি দুই মেয়ে ও এক ছেলের সন্তানদের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিলেন। তাই নিয়ে মনকষাকষি চলছিল বলে পুলিশ জানতে পেরেছে। ওই বৃদ্ধের বৌমা কল্যাণী মণ্ডলের অবশ্য দাবি, “বাবার সম্পত্তি নিয়ে কোনও সমস্যার কথা আমাদের জানা নেই। তবে শুনছি বাবা নাকি অবশিষ্ট জমিটাও বিক্রি করে দিচ্ছিলেন।”

সোমবার রাতে তিনি গ্রামের ভিতরে গিয়েছিলেন। সেখান থেকে রাত আটটা নাগাদ বাড়ি ফিরে আসেন। কিন্তু দরজার তালা খোলার আগেই তার ঘাড়ে ও মাথায় কোপ মেরে খুন করে বলে
পুলিশের অনুমান।

চিত্র প্রদর্শনী। তেহট্ট: চার দিনের চিত্র প্রদর্শনী শেষ হল মঙ্গলবার। স্থানীয় শিক্ষক সৌমিত্র মণ্ডলের উদ্যোগে গত শনিবার তেহট্টের একটি লজে দ্বিতীয় বর্ষের এই প্রদর্শনী শুরু হয়। এলাকার প্রায় দু’শো জন ছাত্র-ছাত্রীর আঁকা ছবি প্রদর্শনীতে ঠাঁই পায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Elderly man Stabbed to death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE