Advertisement
১৭ জুন ২০২৪
Court

ফেনসিডির উদ্ধারের তদন্তে গাফিলতি! অভিযুক্তদের খালাস করে এসআই-কে তীব্র ভর্ৎসনা আদালতের

পুলিশ সূত্রে খবর, চাপড়া থানার পুলিশ কয়েক মাস আগে ৫৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ২২:৩০
Share: Save:

তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশের এসআইকে তীব্র ভর্ৎসনা করল কৃষ্ণনগর আদালত। পাশাপাশি অভিযুক্তদের বেকসুর খালাসও করা হল।‌ বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতের এনডিপিএস কোর্ট এই রায় দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, চাপড়া থানার পুলিশ কয়েক মাস আগে ৫৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়। কিন্তু তদন্তকারী অফিসার অভিযুক্তদের বিরুদ্ধে কোনও সঠিক প্রমাণ আদালতে পেশ করতে পারেনি‌। যে কারণে বৃহস্পতিবার বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল পুলিশকে। এমনকি কোনও ‘ভেরিফিকেশন চার্জশিট’ও কোর্টে পেশ করতে পারেনি পুলিশ। যে পুলিশ আধিকারিক আদালতের ভর্ৎসনার মুখে পড়েছেন, তিনি বর্তমানে ভীমপুর থানায় কর্মরত।

এ ব্যাপারে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ঈশানি পাল বলেন, ‘‘কোর্ট রায় দিয়েছে। তবে অর্ডার কপি এখনও আমার কাছে আসেনি। অর্ডার কপি পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE