Advertisement
১৯ মে ২০২৪
Ganga Erosion

ফরাক্কায় গঙ্গার ভাঙন পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, পদক্ষেপের আশ্বাস

শনিবার সকালে ফরাক্কার আকুড়া ব্রিজ থেকে নৌকায় চড়ে অর্জুনপুর পর্যন্ত গঙ্গা ভাঙ্গন পরিদর্শন করেন সাবিনা।

নিজস্ব সংবাদদাতা
ফরাক্কা শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৭:৫২
Share: Save:

ফরাক্কায় গঙ্গার ভাঙন পরিদর্শন করলেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে ভাঙন পরিদর্শন করেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান ও ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামও।

শনিবার সকালে ফরাক্কার আকুড়া ব্রিজ থেকে নৌকায় চড়ে অর্জুনপুর পর্যন্ত গঙ্গা ভাঙ্গন পরিদর্শন করেন সাবিনা। তিনি বলেন, ‘‘প্রত্যেক বারই বর্ষার আগে কিছু না কিছু কাজ করা হয়। এ বারও ভাঙন রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাজ শুরু হয়েছে। দু’টি পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছে। পলি‌ ব্যাগ‌ পাঠানো হচ্ছে।’’ ‌

সাবিনা আরও জানান, ইতিমধ্যেই সাড়ে ১২ কোটি টাকার পরিকল্পনা পাঠানো হয়েছে। তিনি আশা করছেন, বর্ষার পরেই পরেই পরিকল্পনাটি পাশ হবে। পরিদর্শনের পর ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের সঙ্গেও দেখা করতে যান সাবিনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE