Advertisement
১৪ জুন ২০২৪
TMC

পঞ্চায়েত ভোটের মুখে বেলডাঙায় তৃণমূলে ভাঙন! বিজেপিতে যোগদানের দাবি ওড়াল তৃণমূল

বেলডাঙা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতাদের দাবি, বুধবার মির্জাপুর অঞ্চলের শাসক দলের প্রায় হাজার খানেক কর্মী, সমর্থক যোগ দিয়েছেন তাঁদের দলে। সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল।

Murshidabad BJP claims that many TMC workers join their party

বেলডাঙা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতাদের দাবি, বুধবার মির্জাপুর অঞ্চলের শাসক দলের প্রায় হাজার খানেক কর্মী, সমর্থক যোগ দিয়েছেন তাঁদের দলে। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০১
Share: Save:

পঞ্চায়েত ভোটের মুখে মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল শিবিরে ভাঙন। ওই এলাকার হাজারখানেক সংখ্যালঘু কর্মী জোড়াফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছেন বলে দাবি করেছে বিজেপি। যদিও গেরুয়াশিবিরের সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল।

বেলডাঙা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতাদের দাবি, বুধবার মির্জাপুর অঞ্চলের শাসকদলের হাজারখানেক কর্মী, সমর্থক যোগ দিয়েছেন তাঁদের দলে। এ ছাড়াও ভগবানগোলা থেকে অন্য দলের আরও হাজারখানেক সমর্থক বিজেপিতে যোগ দেন বলে দাবি গেরুয়াশিবিরের নেতাদের। বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির হাত থেকে তাঁরা নেন দলীয় পতাকা। এই যোগদান পর্ব শেষে মুর্শিদাবাদ জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিক আলি শেখ জোর গলায় দাবি করেছেন, ‘‘এ তো সবে শুরু। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল হাড়ে হাড়ে টের পাবে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আর তাদের পাশে নেই।

সংখ্যালঘু কর্মী-সমর্থকদের বিজেপিতে যোগদানের খবর অস্বীকার করেছেন বেলডাঙার তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, ‘‘বিজেপিতে যাঁরা যোগদান করেছেন তাঁদের তালিকাটা আমাদের দিতে বলুন দেখি!’’ সংখ্যালঘুরা তাঁদের পাশেই আছেন বলে জানিয়েছেন রবিউল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Beldanga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE