Advertisement
০৩ মে ২০২৪

বিশ্ব পরিবেশ দিবসে অনুষ্ঠান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার কল্যাণীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এ দিন সকাল ৭টায় বিদ্যাসাগর মঞ্চের সামনে থেকে আদিবাসী নৃত্য সহযোগে পদযাত্রা শুরু হয়ে সেন্ট্রাল পার্কে গিয়ে শেষ হয়। পদযাত্রায় পা মেলান এলাকার চিকিৎসক, শিক্ষাবিদ, স্কুল পড়ুয়ারা। ৯টায় কল্যাণী স্টেডিয়ামে পরিবেশ রক্ষার উপরে তিনটি বিভাগে বিভিন্ন স্কুলের ১৮৫ জন পড়ুয়া ছবি আঁকে। স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। শেষে “পরিবেশ রক্ষা’’ শীর্ষক এক আলোচনাচক্রের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০১:১৬
Share: Save:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার কল্যাণীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এ দিন সকাল ৭টায় বিদ্যাসাগর মঞ্চের সামনে থেকে আদিবাসী নৃত্য সহযোগে পদযাত্রা শুরু হয়ে সেন্ট্রাল পার্কে গিয়ে শেষ হয়। পদযাত্রায় পা মেলান এলাকার চিকিৎসক, শিক্ষাবিদ, স্কুল পড়ুয়ারা। ৯টায় কল্যাণী স্টেডিয়ামে পরিবেশ রক্ষার উপরে তিনটি বিভাগে বিভিন্ন স্কুলের ১৮৫ জন পড়ুয়া ছবি আঁকে। স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। শেষে “পরিবেশ রক্ষা’’ শীর্ষক এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। সংগঠনের কল্যাণী মেট্রোপলিটন শাখার সভাপতি সুবোধ চন্দ্র দে, সম্পাদক শান্তিরঞ্জন মণ্ডল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শঙ্করনারায়ণ সিংহ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পরিবেশকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalyani Program central park
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE