Advertisement
১৪ জুন ২০২৪

জয়ী টাইগার সঙ্ঘ

ফকিরপাড়া জুনিয়র ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে একাদশতম বছরের লালগোলা চ্যালেঞ্জ কাপ জিতল চামাপাড়া টাইগার সঙ্ঘ। প্রতিযোগিতার সেরা নির্বাচিত হলেন চামাপাড়া টাইগার সঙ্ঘের আসিফ ইকবাল। ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন ফকিরপাড়া জুনিয়র ক্লাবের সুব্রত বালা। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ফকিরপাড়া জুনিয়র ক্লাবের মাসুদ আলম। ফেয়ার প্লে পুরস্কারে ভূষিত করা হয় দেশওয়ালিপাড়া পল্লিমঙ্গল সমিতিকে। আয়োজক সংস্থা ‘লালগোলা সঞ্জীবন’-এর সম্পাদক উত্তম জৈন জানান, সব্যসাচী মিত্র উইনার্স কাপ দেওয়া হয় চামাপাড়া টাইগার সঙ্ঘকে। অজিতকুমার রানার্স কাপ জেতে ফকিরপাড়া জুনিয়র ক্লাব। এ দিন খেলা দেখতে ভিড় উপচে পড়ে।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪১
Share: Save:

ফকিরপাড়া জুনিয়র ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে একাদশতম বছরের লালগোলা চ্যালেঞ্জ কাপ জিতল চামাপাড়া টাইগার সঙ্ঘ। প্রতিযোগিতার সেরা নির্বাচিত হলেন চামাপাড়া টাইগার সঙ্ঘের আসিফ ইকবাল। ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন ফকিরপাড়া জুনিয়র ক্লাবের সুব্রত বালা। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ফকিরপাড়া জুনিয়র ক্লাবের মাসুদ আলম। ফেয়ার প্লে পুরস্কারে ভূষিত করা হয় দেশওয়ালিপাড়া পল্লিমঙ্গল সমিতিকে। আয়োজক সংস্থা ‘লালগোলা সঞ্জীবন’-এর সম্পাদক উত্তম জৈন জানান, সব্যসাচী মিত্র উইনার্স কাপ দেওয়া হয় চামাপাড়া টাইগার সঙ্ঘকে। অজিতকুমার রানার্স কাপ জেতে ফকিরপাড়া জুনিয়র ক্লাব। এ দিন খেলা দেখতে ভিড় উপচে পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiger Sangha football tournament
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE