Advertisement
২০ মে ২০২৪

রত্নার মিছিলে ‘না’ টিএমসির

ফের চাকদহ বনাম হরিণঘাটা। ফের রত্না ঘোষ বনাম নীলিমা নাগ। মিছিলকে কেন্দ্র করে ফের তৃণমূলের দুই বিধায়কের গোষ্ঠীর লড়াইয়ে তেতে উঠেছে হরিণঘাটা।

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০০:৫৫
Share: Save:

ফের চাকদহ বনাম হরিণঘাটা। ফের রত্না ঘোষ বনাম নীলিমা নাগ। মিছিলকে কেন্দ্র করে ফের তৃণমূলের দুই বিধায়কের গোষ্ঠীর লড়াইয়ে তেতে উঠেছে হরিণঘাটা। যে মিছিলকে কেন্দ্র করে বিতর্ক, সেই মিছিল বন্ধ করে দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

বুধবার এই মিছিলের আয়োজন করেছিলেন চাকদহের বিধায়ক রত্না ঘোষ। তিনি হরিণঘাটার বাসিন্দা। চাকদহের বাসিন্দা নীলিমা নাগ আবার হরিণঘাটার বিধায়ক। নিজেদের এলাকা ছাড়াও তাঁরা যে এলাকার বিধায়ক, সেখানেও প্রচুর অনুগামী তৈরি হয়েছে। আছে গোষ্ঠীদ্বন্দ্বও। জেলা ও রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপেও তা বাগে আনা যায়নি।

নোট বাতিল-সহ বিভিন্ন ইস্যুতে হরিণঘাটায় আগেই মিছিল হয়েছিল। সেই মিছিলে ব্রাত্য ছিলেন রত্না গোষ্ঠীর নেতা-কর্মীরা। বুধবার মিছিলের আয়োজন করেছিল জেলা মহিলা তৃণমূল। পুলিশের কাছে অনুমতির জন্য রত্নাই সেই মিছিলের আবেদন করেছিলেন। এর পরেই আসরে নামেন নীলিমা গোষ্ঠীর নেতারা। প্রজাতন্ত্র দিবসের আগের দিন ওই মিছিলে কর্মী দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় পুলিশও।

রত্না বলেন, ‘‘জেলা নেতৃত্ব মিছিল বন্ধ করতে বলেছেন বলেই তা বন্ধ করা হয়েছে।’’ আর নীলিমা বলছেন, ‘‘কী ঘটেছে তা জেলা নেতৃত্ব বলতে পারবেন।’’ তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত অবশ্য দুই বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চাননি। তিনি বলেন, ‘‘কিছু অসুবিধা ছিল বলে মিছিল আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। পরে সবার সঙ্গে কথা বলে ওই মিছিল করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ratna Ghosh TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE