Advertisement
০৫ মে ২০২৪
Tourists

ছুটির দিনে ভিড় ভাঙল লালবাগে

মোতিঝিল, হাজারদুয়ারি চত্বর ঝাঁ চকচকে হলেও কাঠগোলা বাগানেরভিতরে চোখে পড়ে কর্তৃপক্ষের উদাসীন মনোভাব। যত্রতত্র পড়ে রয়েছে পরিত্যক্ত ব্যবহৃত প্লাস্টিক প্যাকেট।

পড়ে রয়েছে আবর্জনা। নিজস্ব চিত্র

পড়ে রয়েছে আবর্জনা। নিজস্ব চিত্র

প্রদীপ ভট্টাচার্য
লালবাগ শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ০৮:৫৩
Share: Save:

গত ২৬ জানুয়ারি গত বছরগুলির তুলনায় এ বছর হাজারদুয়ারিতে পর্যটক সংখ্যা যথেষ্ট কম হয়েছিল। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের মতে একই দিনে সরস্বতী পুজো হওয়ার কারণে পর্যটক সংখ্যা কম থাকলেও সপ্তাহের শেষ দু’দিন শনিবার ও রবিবার ভাল পর্যটকদের ভিড় হয়েছে লালবাগ শহরে।

হাজারদুয়ারি সংলগ্ন এক অস্থায়ী দোকানের মালিক মমতাজুল মণ্ডল বলেন, “মরসুমের শুরু থেকেই এ বছর প্রচুর পর্যটক আসে হাজারদুয়ারিতে। আশা করছি আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত আরও পর্যটক আসবেন লালবাগ শহরে।”

তবে মোতিঝিল, হাজারদুয়ারি চত্বর ঝাঁ চকচকে হলেও কাঠগোলা বাগানেরভিতরে চোখে পড়ে কর্তৃপক্ষের উদাসীন মনোভাব। যত্রতত্র পড়ে রয়েছে পরিত্যক্ত ব্যবহৃত প্লাস্টিক প্যাকেট। বারাসাত থেকে আগত এক পর্যটক রজত সরকার বলেন, “হাজারদুয়ারি, মোতিঝিল, কাটরা মসজিদ-সহ একাধিক পর্যটন স্থানগুলি ঘুরে দেখলাম। কিন্তু কাঠগোলা বাগান দেখতে এসে কিছুটা নিরাশ হলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tourists lalbagh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE