Advertisement
১৯ মে ২০২৪
পত্রিকা প্রকাশ

বিবেকানন্দের গান থেকে রামেন্দ্রসুন্দরের বিজ্ঞানচর্চা

সদ্য সমাপ্ত মুর্শিদাবাদ জেলা বইমেলা এবং নববর্ষ উপলক্ষে বহরমপুরের মতো মফস্সল শহর থেকে প্রকাশিত হয়েছে ডজন দুয়েক পত্রিকা, পুস্তিকা। লেখকেরাও প্রায় সকলেই বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার। কয়েক খণ্ডে ‘মুর্শিদাবাদ ইতিবৃত্ত’ নামে জেলার ইতিহাস সম্পর্কিত পুস্তক প্রকাশের পরিকল্পনা রয়েছে বহরমপুরের প্রকাশনা সংস্থা ‘বাসভূমি’-র। তার প্রথম খণ্ডটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৫ ০১:৩৭
Share: Save:

সদ্য সমাপ্ত মুর্শিদাবাদ জেলা বইমেলা এবং নববর্ষ উপলক্ষে বহরমপুরের মতো মফস্সল শহর থেকে প্রকাশিত হয়েছে ডজন দুয়েক পত্রিকা, পুস্তিকা। লেখকেরাও প্রায় সকলেই বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার।

কয়েক খণ্ডে ‘মুর্শিদাবাদ ইতিবৃত্ত’ নামে জেলার ইতিহাস সম্পর্কিত পুস্তক প্রকাশের পরিকল্পনা রয়েছে বহরমপুরের প্রকাশনা সংস্থা ‘বাসভূমি’-র। তার প্রথম খণ্ডটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। বাসভূমি থেকেই প্রকাশিত হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক রামপ্রসাদ পালের গ্রন্থ ‘রবীন্দ্র অনুসন্ধান: এক ভিন্ন মাত্রা’। শুভাশিস মজুমদারের লেখা ‘স্বাধীনতা আন্দোলনে মুর্শিদাবাদ’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ করেছে বহরমপুরেরই প্রকাশনা সংস্থা ‘আকাশ’। আকাশের কর্ণধার অভিজিত্‌ রায়ের গ্রন্থ ‘এই সময়ের গদ্য’ প্রকাশিত হয়েছে। দুই শিক্ষক শিক্ষিকার দুটি মজার ছড়ার বই প্রকাশিত হয়েছে। ‘সাদা মেঘের ভেলা’ লেখক কণিকা সরকার ও ‘লাল কাগজের নৌকা’র লেখক মেধস ঋষি বন্দ্যোপাধ্যায়। মন ভাল করা ছড়ার বই দু’টির প্রচ্ছদ শিল্পী সৈয়দ সুশোভন রফি। জঙ্গিপুর থেকে প্রকাশিত হয়েছে ঋণা কংসবণিক সম্পাদিত ‘ঋতবীণা’ পত্রিকার একাদশ বর্ষের প্রথম সংখ্যা। স্বামী বিবেকান্দের গান নিয়ে ওই বিশেষ সংখ্যাটির নাম ‘গানের বিবেকানন্দ’। রয়েছে ১২টি প্রবন্ধ ও বিবেকানন্দের গানের তালিকা। বহরমপুর থেকে প্রকাশিত হয়েছে নীলিমা সাহা সম্পাদিত পত্রিকা ‘নিনি’।

কল্যাণকুমার দাসের সম্পাদনায় বহরমপুরে প্রকাশনা সংস্থা ‘শিল্পনগরী’ থেকে প্রকাশিত হয়েছে প্রবন্ধ সংকলন ‘সাহিত্য ও বিজ্ঞানে রামেন্দ্রসুন্দর’। ‘বিজ্ঞান ভাবনা’ সংস্থা প্রকাশ করেছে ‘রামেন্দ্রসুন্দরের বিজ্ঞান রচনা’। গ্রন্থটি আসলে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর নির্বাচিত প্রবন্ধ সংকলন। দেশ বিদেশের বরেণ্য শিল্পী ও তাঁদের সৃষ্ট ভাস্কর্য ও চিত্রশিল্প নিয়ে লেখা চিত্রকর কৃষ্ণজিত্‌ সেনগুপ্তের প্রবন্ধ সংকলন গ্রন্থ ‘চিত্রবিচিত্র’ প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে কবি সমীরণ ঘোষের ‘কবিতা সংগ্রহ’। ‘আদম’ থেকে প্রকাশিত সাড়ে তিনশো পাতার কবিতা সংগ্রহে রয়েছে পূর্ব প্রকাশিত ৮টি কাব্যগ্রন্থের কবিতা ছাড়াও চিত্রশিল্পী সমীরণ ঘোষের অনবদ্য ২৪টি চিত্রকর্ম। প্রকাশিত হয়েছে কবিদের সংগঠন ‘বাংলার কথামুখ’-এর বাত্‌সরিক ভাষাপত্র। রাজ্যের বিশিষ্টজনের লেখায় সংখ্যাটি সমৃদ্ধ।

প্রকাশিত হয়েছে উত্‌পলকুমার গুপ্ত সম্পাদিত ৪৮তম বছরের পত্রিকা ‘সময়’-এর ‘জীবনানন্দ’ সংখ্যা। সৈয়দ খালেদ নৌমান সম্পাদিত ২৫ বছরের পত্রিকা ‘অর্কেস্টা’ প্রকাশিত হয়েছে। দুই বাংলার কবিতা ও গদ্যে সমৃদ্ধ। প্রকাশিত হয়েছে অভিজিত্‌ রায় সম্পাদিত ‘আকাশ’ পত্রিকার নববর্ষ সংখ্যা। গত রবিবার বহরমপুর রবীন্দ্রসদনে প্রকাশিত হয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হর্ষ দাশগুপ্তের দুটি গ্রন্থ। ৫০টি রবীন্দ্রসঙ্গীতের ইংরাজি স্বরলিপি রয়েছে ‘স্টাফ নোটেশন’ গ্রন্থে। কৃত্তিম উপগ্রহের মাধ্যমে ছবি তোলার পদ্ধতি ও তার ব্যকরণ সংক্রান্ত গ্রন্থ ‘আধুনিক ভূগোল’। গোলকবিহারী সরকার কাব্যগ্রন্থ ‘বেলাভূমি’ ও গোপাল পাইন সম্পাদিত পত্রিকা ‘বিস্তার’-ও ওই দিন প্রকাশিত হয়।

অধ্যাপক মধু মিত্র সম্পাদিত ‘ভরত নির্মাণ ও স্বামী বিবেকানন্দ’ গ্রন্থে রয়েছে দেশ বিদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষকের লেখা ২১টি প্রবন্ধ। প্রকাশিত হয়েছে মধু মিত্রের প্রবন্ধের সংকলনগ্রন্থ ‘দর্পণে উনিশ শতক: ফিরে দেখা’। দু’টি গ্রন্থেরই প্রচ্ছদ শিল্পী সুব্রত মাজি। যুক্তিবাদী সংস্থা ‘উত্তরণ সমাজ’ থেকে প্রকাশিত বিজ্ঞানী জিওরদানো ব্রুনোর জীবনীর লেখক অশোক মুখোপাধ্যায়। এ ছাড়াও প্রকাশিত হয়েছে এক গুচ্ছ পত্রিকা। তার মধ্যে রয়েছে কুশলকুমার বাগচী সম্পাদিত ‘শব্দমৌলি’, কাজি আমিনুল ইসলাম সম্পাদিত ‘রঘুনাথগঞ্জ জঙ্গিপুর সাহিত্য সংসদ সাহিত্য পত্রিকা’, গোপাল বাইন সম্পাদিত ‘ঘাট পেরিয়ে’, সুশান্ত বিশ্বাস ও সহিদুল ইসলাম সম্পাদিত অনুগল্পের পত্রিকা ‘অয়ন’, জৈদুল শেখ সম্পাদিত পত্রিকা ‘ফসিল’ ও ‘তরঙ্গগোষ্ঠী’র গদ্যের কাগজ ‘আঁকিবুকি’। এই তরুণেরা ছাপার হরফে কোনও সম্পাদক রাখেনি। নদিয়ার বেথুয়াডহরি থেকে প্রকাশিত হয়েছে চপল বিশ্বাস সম্পাদিত ‘চেতনা’ পত্রিকার ৩৪তম বছরের প্রথম সংখ্যা ‘কবিতার কথামালা’।

গত রবিবার বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠান করে প্রকাশিত হয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হর্ষ দাশগুপ্তের দুটি গ্রন্থ। ৫০টি রবীন্দ্রসঙ্গীতের ইংরাজী স্বরলিপি গ্রন্থটিকর নাম রবীন্দ্রসঙ্গীতের ‘স্টাফ নোটেশন’ এবং কৃত্তিম উপগ্রহের মাধ্যমে ছবি তোলার পদ্ধতি ও তার ব্যকরণ সংক্রান্ত গ্রন্থ ‘আধুনিক ভূগোল ওই অনুষ্ঠানেই প্রকাশিত হয়। গোলকবিহারী কাব্যগ্রন্থ ‘বেলাভূমি’ ও গোপাল পাইন সম্পাদিত পত্রিকা বিস্তার প্রকাশিত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE