Advertisement
০২ জুন ২০২৪

তৃণমূলে যোগ দিলেন জাকির হোসেন

তৃণমূলে যোগ দিয়ে মুর্শিদাবাদে শিল্প তৈরির কথা বললেন জাকির হোসেন। শনিবার মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারির উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন শিল্পপতি জাকির হোসেন। এ দিন তিনি বলেন, ‘‘এ জেলায় ১০ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছেন। বিড়ি ছাড়া কোনও শিল্প নেই। তাই মানুষের রুজিতে টান পড়েছে। আমি চাই জেলায় বিভিন্ন ধরনের শিল্প গড়ে তুলতে। রাজনীতির রং দেখে কাজ করতে চাই না।’’

তৃণমূলে যোগ দেওয়ার পরে। রঘুনাথগঞ্জে তোলা নিজস্ব চিত্র।

তৃণমূলে যোগ দেওয়ার পরে। রঘুনাথগঞ্জে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০০:৩৮
Share: Save:

তৃণমূলে যোগ দিয়ে মুর্শিদাবাদে শিল্প তৈরির কথা বললেন জাকির হোসেন। শনিবার মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারির উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন শিল্পপতি জাকির হোসেন। এ দিন তিনি বলেন, ‘‘এ জেলায় ১০ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছেন। বিড়ি ছাড়া কোনও শিল্প নেই। তাই মানুষের রুজিতে টান পড়েছে। আমি চাই জেলায় বিভিন্ন ধরনের শিল্প গড়ে তুলতে। রাজনীতির রং দেখে কাজ করতে চাই না। মুখ্যমন্ত্রী আমাকে অনুন্নত মুর্শিদাবাদে শিল্প গড়ার দায়িত্ব দিলে সে কাজ নিষ্ঠার সঙ্গে করব।’’
এ দিন রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি ময়দানে ভিড়ে ঠাসা সভায় শুভেন্দু বলেন, ‘‘শুধু পঞ্চায়েত দখল আর রাজনীতি করলেই হবে না। জেলার উন্নয়নের জন্য জাকিরের মত লোকদের বেশি করে দলে আনতে হবে। বিরোধী দলের সমর্থক ও নেতারা সবাই খারাপ নন। উন্নয়নের স্বার্থে তাঁদের দলে টেনে আনতে হবে।’’ জাকির হোসেনের যোগদানকে স্বাগত জানিয়ে এ দিন জেলা তৃণমূলের সভাপতি মান্নান হোসেন বলেন, ‘‘জাকির দলে যোগ দিয়ে শিল্প ও শিক্ষার জন্য কাজ করতে আগ্রহ দেখিয়েছে। জেলাকে শিল্প ও শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাঁকে কাজে লাগাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।’’
অনেক দিন ধরেই জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছিল। তাই এ দিনের সভায় মান্নানের চ্যালেঞ্জ ছিল সব নেতাদের হাজিরল করা। শেষমেশ অবশ্য তা করা গিয়েছে। সুতির বিধায়ক তৃণমূলের ইমানি বিশ্বাসের সঙ্গে ব্যবসায়িক কারণে দীর্ঘদিনের রেঁষারেষি জাকির হোসেনের। জাকিরের দলে যোগদানের অনুষ্ঠানে তিনি কিনা, তা নিয়ে জল্পনা ছিল। কিন্তু এ দিনের সভামঞ্চে হাজির ছিলেন ইমানি। তাছাড়া জেলার অন্যান্য নেতাদের এসেছিলেন সভায়। জেলার নেতাদের সঙ্গে হাজির ছিলেন মালদহ থেকে নির্বাচিত মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জেলা স্তরের সব নেতাকে হাজির করানো যে কঠিন কাজ ছিল সভা শেষে সাংবাদিকদের কাছে সে কথা জানান মান্নান নিজেই।

এ দিন সিপিএমের দুই নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁরা হলেন সুতি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আনিকুল ইসলাম ও ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েতের প্রধান শুভ্রা পাল। শুভ্রাদেবীকে অবশ্য গত ২১ জুন বহিষ্কার করে সিপিএম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE