Advertisement
১৫ জুন ২০২৪

ভাড়ার অনুষ্ঠান বাড়িও এ বার সরকারি বিধিতে

আইন সংশোধন করে এ বার ভাড়া দেওয়ার জন্য অনুষ্ঠান-বাড়ি থেকে সাইবার কাফে, বিনোদন পার্ক বা গেম পার্লার— এ রকম গুচ্ছ নতুন ক্ষেত্রকে সরকারি বিধির আওতায় আনা হল। বিধানসভায় বৃহস্পতিবার সংশোধনী বিল এনে ‘শপ‌স অ্যান্ড এস্টাব্লিসমেন্ট’-এর সংজ্ঞা প্রসারিত করে অনেক নতুন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করল রাজ্য।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৩৯
Share: Save:

আইন সংশোধন করে এ বার ভাড়া দেওয়ার জন্য অনুষ্ঠান-বাড়ি থেকে সাইবার কাফে, বিনোদন পার্ক বা গেম পার্লার— এ রকম গুচ্ছ নতুন ক্ষেত্রকে সরকারি বিধির আওতায় আনা হল। বিধানসভায় বৃহস্পতিবার সংশোধনী বিল এনে ‘শপ‌স অ্যান্ড এস্টাব্লিসমেন্ট’-এর সংজ্ঞা প্রসারিত করে অনেক নতুন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করল রাজ্য। ফলে এক দিকে যেমন নতুন অনেক ক্ষেত্র সরকারি বিধির মধ্যে এল, তেমনই সরকারের আয়ের সুযোগও বাড়ল বলে সরকারি সূত্রের ব্যাখ্যা। নতুন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করার পাশাপাশিই বিলে দোকান ও স্বীকৃত প্রতিষ্ঠান সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিরোধীদের দাবি, এই অংশটির জন্যই বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। সিপিএমের গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের আশঙ্কা, ১৪ ঘণ্টা দোকান খুলে রাখার অনুমতি পেলে কর্মচারীদের টানা ১৪ ঘণ্টা খাটানো হতে পারে। কংগ্রেসের মানস ভুঁইয়া বলেন, ‘‘আবার ক্রীতদাস প্রথা ফিরিয়ে আনছি আমরা!’’ শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, দোকান খোলার সময়সীমা বাড়ায় কর্মচারীরা দুই শিফ্‌টে কাজ করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hall New law Assembly congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE