Advertisement
১৮ মে ২০২৪

হাওড়া-টাটানগর নতুন এসি সুপার ফাস্ট ট্রেন

দুরন্ত এক্সপ্রেস তুলে দেওয়ার পরে যে রেকটি দিয়ে হাওড়া-দিঘা বাতানুকূল এক্সপ্রেস চালানো হচ্ছে সেটি নতুন প্রযুক্তির। কিন্তু দিঘা থেকে হাওড়ায় ফেরার পরে রেকটিকে ৬-৭ ঘণ্টা হাওড়া কারশেডে এমনি ফেলে রাখা হচ্ছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৫ ২০:৪৩
Share: Save:

দুরন্ত এক্সপ্রেস তুলে দেওয়ার পরে যে রেকটি দিয়ে হাওড়া-দিঘা বাতানুকূল এক্সপ্রেস চালানো হচ্ছে সেটি নতুন প্রযুক্তির। কিন্তু দিঘা থেকে হাওড়ায় ফেরার পরে রেকটিকে ৬-৭ ঘণ্টা হাওড়া কারশেডে এমনি ফেলে রাখা হচ্ছিল। এবার সেই রেকটিকেই কাজে লাগিয়ে পরীক্ষামূলক ভাবে আপাতত সপ্তাহে দু’দিন হাওড়া-টাটানগর পর্যন্ত নতুন একটি বাতানুকূল সুপার ফাস্ট ট্রেন চলাবে রেল।

দক্ষিণ-পর্ব রেল সূত্রে জানা গিয়েছে, অনেক দিন ধরেই টাটানগর থেকে যাত্রীদের এই ধরণের একটি ট্রেন চালানোর জন্য অনুরোধ আসছিল। যাত্রীদের দাবি, ওই লাইনে দীঘর্দিন ধরে যে ট্রেনটি হাওড়া থেকে টাটানগর পর্যন্ত যাওয়া আসা করছে (ইস্পাত ও স্টিল এক্সপ্রেস) তাতে বাতানুকূল কামরা কম থাকায় অনেকে চাইলেও বাতানুকূল চেয়ারকারে আসন সংরক্ষণ করাতে পারছিলেন না। এক দিকে যাত্রীদের ওই দাবি এবং রেলের আয় বাড়ানোর লক্ষ্য নিয়েই নতুন এই ট্রেনটি আপাতত সপ্তাহে দু’দিন চালানোর ব্যবস্থা করছেন রেল কর্তারা।

দক্ষিণ-পূর্ব রেলের চিফ প্যাসেঞ্জার ট্রাফিক ম্যানেজার সৌমিত্র মজুমদার বলেন, ‘‘যদি দেখা যায় ট্রেনটিতে ভাল যাত্রী হচ্ছে, তাহলে পরীক্ষামূলক সিদ্ধান্ত তুলে নিয়ে পাকাপাকি ভাবে আপাতত দু’দিন তারপরে কিছু দিনের মধ্যে নিয়মিত করে দেওয়া হবে নতুন ট্রেনটিকে।’’

ট্রেনটি আপাতত পরীক্ষামূলক ভাবে চলবে, ৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। নতুন ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার। টাটানগর থেকে ছাড়বে বুধবার ও শনিবার। ট্রেনটি চলাচল করবে ইস্পাত ও স্টিলের প্রায় পিছন পিছন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

superfast train tatanagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE