Advertisement
১৬ জুন ২০২৪

সিপিএম নেতাকে হুমকির অভিযোগ

১০০ দিনের প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ তোলায় এক সিপিএম নেতাকে গুলি করে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১১
Share: Save:

১০০ দিনের প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ তোলায় এক সিপিএম নেতাকে গুলি করে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে। ওই সিপিএম নেতা আবার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের স্বামী। ফলে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর-১ গ্রাম পন্চায়েত এলাকায় ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন প্রধান। তবে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ ওঠায় গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মহকুমা প্রশাসন।

চাঁচলের মহকুমাশাসক পুষ্পক রায় বলেন, হুমকি দেওয়ার বিষয়টি পুলিশ দেখবে। তবে ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চায়েত ও প্রশাসন সূত্রে জানা যায়, ওই গ্রাম পঞ্চায়েতে সব মিলিয়ে ১৬৫টি প্রকল্পের কাজ চলছে। বরাদ্দের পরিমাণ প্রায় দু’কোটি টাকা। স্থানীয় সিপিএম নেতা তথা খাদ্য কর্মাধ্যক্ষ নানকি খাতুনের স্বামী নাজিবর রহমানের নেতৃত্বে বাসিন্দাদের একাংশ সম্প্রতি প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানান। প্রকল্পের টাকা নয়ছয় করা নিয়ে অভিযোগ জানানোয় তাকে প্রধান সহ কয়েকজন ক্রমাগত হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। শনিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। নাজিবর বলেন, ‘‘আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে।’’ যদিও প্রধান মহম্মদ ইব্রাহিম সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘প্রকল্পের কাজ নিয়ম মেনেই হচ্ছে। ভুয়ো জব কার্ডের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE