Advertisement
১৬ মে ২০২৪

কামরূপে ফোন চুরি অশোকের

কলকাতা থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে ট্রেন থেকে মোবাইল চুরি হয়ে গেল শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্যের। শুক্রবার ভোরে কামরূপ এক্সপ্রেসের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ০১:২৫
Share: Save:

কলকাতা থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে ট্রেন থেকে মোবাইল চুরি হয়ে গেল শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্যের। শুক্রবার ভোরে কামরূপ এক্সপ্রেসের ঘটনা।

অশোকবাবু আলিপুরদুয়ারে একটি অনুষ্ঠানে যোগ দিতে হাওড়া থেকে ওই ট্রেনে ওঠেন। বাতানুকূল টু-টায়ারে তিনি একাই যাচ্ছিলেন। ভোরে এনজেপি স্টেশনে যখন গাড়ি পৌঁছয়, তখন তিনি ঘুমোচ্ছিলেন। সেই সময়ে কেউ তাঁকে ধাক্কা দিয়ে নামতে বললে জেগে যান অশোকবাবু। বিরক্তির সুরে তাঁকে জানিয়ে দেন, এনজেপি নয় আলিপুরদুয়ার পর্যন্ত তাঁর টিকিট।

এর পরে ওই ব্যক্তি চলে গেলে অশোকবাবু ফের শুয়ে পড়েন। ঘণ্টা দুয়েক পরে উঠলে অশোকবাবু দেখেন তাঁর মোবাইল ফোন নেই। তখন জানতে পারেন, আরও দুই সহযাত্রীর ব্যাগ চুরি গিয়েছে। আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। প্রাক্তন পুরমন্ত্রী বলেন, ‘‘ফোন হারানোর পরে নতুন করে ওই নম্বরের সিম কার্ড পেতে বিকেল গড়িয়ে যায়। ফলে, অনেকে আমাকে পাননি। তার চেয়েও সমস্যা বেশি অনেক নম্বর ওই ফোনের হ্যান্ডসেটেই ‘সেভ’ করা ছিল।’’

তিনি জানান, ট্রেনে রেল পুলিশ ও রেল রক্ষী বাহিনীর নজরদারিতে গাফিলতির জন্যই এমন হয়েছে। রেল পুলিশের এক কর্তা জানান, দু’সপ্তাহ আগে মালদহের দুই বিধায়কের মোবাইল ফোন চুরি যাওয়ার এক দিনের মাথায় উদ্ধার করা হয়েছিল। এ ক্ষেত্রেও জোর তল্লাশি শুরু করেছে রেল পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kamrup Phone Theft Ashok Bhattacharya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE