Advertisement
১৭ মে ২০২৪

মহানন্দা সংস্কারে কেন্দ্রীয় মন্ত্রীদের বলবেন অশোক

মহানন্দা নদী সংস্কারের জন্য কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী, বেঙ্গাইয়া নাইডুর দ্বারস্থ হবেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। সোমবার শিলিগুড়ির লালমোহন ঘাটে মহানন্দার পরিস্থিতি পরিদর্শন করে এ কথা জানান তিনি।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০২:২৪
Share: Save:

মহানন্দা নদী সংস্কারের জন্য কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী, বেঙ্গাইয়া নাইডুর দ্বারস্থ হবেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। সোমবার শিলিগুড়ির লালমোহন ঘাটে মহানন্দার পরিস্থিতি পরিদর্শন করে এ কথা জানান তিনি। আগামী ৩-৫ নভেম্বর বিপর্যয় মোকাবিলা নিয়ে ‘এশিয়ান মিনিস্ট্রিয়াল কনফারেন্স’-এ যোগ দিতে দিল্লি যাবেন মেয়র। সে সময় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে চান তিনি। দার্জালিঙের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে তার আগেই বিষয়টি নিয়ে কথা বলতে চান বলেও জানিয়েছেন। নদী বাঁচাতে সচেতনতা প্রচারে আগামী ডিসেম্বরে শহরে নদীর জন্য হাঁটুন পদযাত্রা করা হবে বলেও তিনি জানান।

মহানন্দার দূষণ যে মারাত্মক আকার নিয়েছে সম্প্রতি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টেও সে কথা জানানো হয়েছে। তাতে জানানো হয়, মহানন্দার জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ উল্লখযোগ্য ভাবে কমায় নদীটি দূষিত হয়ে পড়েছে। যা জলজপ্রাণীর পক্ষেও বিপজ্জনক। নদীর খাতে খাটাল, প্রাতঃকৃত্য করার মতো ঘটনা চলছেই। মহানন্দার ঘাট লাগোয়া গ্যারেজগুলিতে মেরামতির জন্য আনা গাড়ি নদীর ধারে ধোয়ায় দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ। পুরসভা বা প্রশাসনের তরফে খাটাল তুলতে বা নদী লাগোয়া এলাকা থেকে গ্যারেজ তুলতে এখনও কোনও সদর্থক ব্যবস্থা নিতে পারেননি কর্তৃপক্ষ। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে মহানন্দা অ্যাকশন প্লানে নদী সংস্কার করা এবং পাড়ের সৌন্দর্যানের পরিকল্পনা নেওয়া হয়েছিল বাম জমানায় অশোকবাবু পুরমন্ত্রী থাকার সময়েই। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৩ সালে মহানন্দা অ্যাকশন প্লানের কাজ-সহ এসজেডিএ’র বিভিন্ন প্রকল্পে অন্তত ১০০ কোটি টাকা দুর্নীতির অভিয়োগ উঠেছে। তার পরেই স্থগিত হয়ে গিয়েছে মহানন্দা অ্যাকশনপ্লানের কাজ। মেয়র অশোক ভট্টাচার্য এ দিন বলেন, ‘‘মহানন্দা অ্যাকশন প্ল্যানের কাজ নিয়ে জন স্বার্থে একটি মামলা হয়েছিল বলে শুনেছি। সম্প্রতি আদালতের তরফে ওই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। আমরা খোঁজখবর নিচ্ছি।’’ মহানন্দার জল বর্তমানে ঘোলাটে হওয়া নিয়েও তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুর র্কৃপক্ষ জানিয়েছেন।

মেয়র জানান, দিল্লিতে কনফারেন্সে গিয়ে কেন্দ্রীয় জল সম্পদ এবং নদী উন্নয়ন মন্ত্রী উমা ভারতী, নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্গাইয়া নাইডুর সঙ্গে তিনি দেখা করতে চাইছেন। এই নদীকে গঙ্গা অ্যাকশন প্ল্যানের অন্তর্ভুক্ত রাখতে, মহানন্দা অ্যাকশন প্ল্যানের কাজ সম্পন্ন করার জন্য তাদের কাছে আর্জি জানাবেন। সহযোগিতা পেতে এ ব্যাপারে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে তিনি কথা বলবেন। তাঁর দাবি, মহানন্দার খাত থেকে খাটাল তোলা বা গ্যারেট সরানো হোক তারাও চান। এ ব্যাপারে সেচ দফতরকে তারা ইতিমধ্যেই বলেছেন। ফের বিষয়টি নিয়ে তৎপর হবেন।

এ দিকে মহাবীরস্থান এলাকায় অবৈধ নির্মাণ কাজের অভিয়োগ খতিয়ে দেখতে আজ, মঙ্গলবার এলাকা পরিদর্শনে যাবেন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি জানান, উড়ালপুলের নিচে রাস্তার ধারের জায়গা অবৈধ ভাবে দখল করে নির্মাণ কাজের অভিযোগ মিলেছে। অবৈধ ভাবে ওই জায়গা কেনাবেচা চলছে বলেও অভিযোগ। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি এলাকায় যাবেন বলে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mahananda river ashok bhattacharya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE