অশোর লাহিড়ী। — ফাইল চিত্র।
কেন্দ্রীয় বাজেট নিয়ে ইতিমধ্যেই নানা অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। তা নিয়ে বিজেপির নিচুতলার কর্মীরা এলাকায় নানা প্রশ্নের মুখেও পড়ছেন বলে দল সূত্রের দাবি। কী ভাবে বাজেট সংক্রান্ত বিরোধীদের নানা প্রশ্নের মোকাবিলা করা যাবে, তা বোঝাতে বিজেপি কর্মীদের ‘ক্লাস’ নিলেন বিজেপির বালুরঘাটের সাংসদ তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। বৃহস্পতিবার বালুরঘাটের বিজেপি জেলা কার্যালয়ে কর্মীদের বাজেটের নানা দিক সম্পর্কে সচেতন করেন অশোক। বিষয়টি জেনে টিপ্পনী করেছে বিরোধীরা।
গ্যাসের দাম কেন কমল না, কেন সারের দাম বেশি, কেন ১০০ দিনের কাজে টাকা বাড়ল না—সমস্ত সম্ভাব্য প্রশ্নের উত্তর কর্মীদের শিখিয়ে দেন তিনি। জবাব কী ভাবে দিতে হবে তা-ও বলে দেন। কেন এই কর্মশালার আয়োজন করতে হল? অশোক বলেন, ‘‘কেন্দ্রীয় বাজেট নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। সাধারণ মানুষ, দলের কর্মীদের অনেকে বাজেট ভাল বোঝেন না। তাঁদের ধারণা পরিষ্কার করা হয়েছে মাত্র।’’
যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসক দলের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি বলেন, ‘‘বাজেটের গালভরা কথা পঞ্চায়েতের মানুষ নেবেন না। মানুষকে যাতে আর এক বার ভুল বোঝানো যায়, সে পাঠই দলীয় কর্মীদের তৈরি করে দিয়েছেন অশোক।’’ আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী বলেন, ‘‘দরিদ্র মানুষকে নিয়ে বিজেপির নীতি ঠিক নেই। তাই মানুষকে নানা রকম বোঝাতে গিয়ে ঘাম ঝরাতে হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy