Advertisement
১৭ মে ২০২৪

ছিটমহল নিয়ে ক্ষোভ

কেন্দ্রীয় বরাদ্দ সত্ত্বেও রাজ্য সরকার বাংলাদেশ থেকে এ দেশে আসা ছিটমহলবাসীদের জন্য ঠিকঠাক পরিকাঠামোগত উন্নয়ন করছে না বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ০২:২০
Share: Save:

কেন্দ্রীয় বরাদ্দ সত্ত্বেও রাজ্য সরকার বাংলাদেশ থেকে এ দেশে আসা ছিটমহলবাসীদের জন্য ঠিকঠাক পরিকাঠামোগত উন্নয়ন করছে না বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত দু’দিন ধরে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সফরের পর সোমবার বিকালে দিলীপবাবু শিলিগুড়ি এসেছেন। সাবেক ছিটমহলবাসীদের ঘরবাড়ি, শিক্ষা, রেশন সমস্যা থেকে শুরু করে সরকারি কর্মীদের একাংশের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, ‘‘কেন্দ্রীয় সরকার ছিটমহলবাসীর জন্য আর্থিক বরাদ্দ দিচ্ছে। অথচ রাজ্য সরকার ঠিকঠাক কাজ করছে না। আমি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের বিষয়টি জানাব।’’

তিনি জানান, সাবেক ছিটমহলের যে পরিবারে ২/৩ জন লোক রয়েছে তাঁদের আর বড় ৮/৯ জনের পরিবারকেও একই রেশন দেওয়া হচ্ছে। মাথা পিছু রেশন ব্যবস্থা চালু করার কথা বলেছে বিজেপি। তিনি বলেন, ‘‘এ ছাড়া সরকারি কর্মীদের একাংশ দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ পেয়েছি। সবই দ্রুত কেন্দ্রীয় সরকারকে জানানো হবে।’’

কোচবিহারের জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘‘আমরা ওই ছিটমহলবাসীর জন্য যা যা করণীয় সব করছি। খারাপ ব্যবহারের প্রশ্ন নেই। সব সময় নজরদারি থাকছে।’’ কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি, ‘‘শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সব কাজ ঠিক ভাবে করছে রাজ্য সরকার। স্কুলে অনেকেই ভর্তিও হয়েছে। বাসিন্দাদের পুরো খেয়াল রাখা হচ্ছে। বিজেপি নেতারা রাজনীতি করার জন্য এসব বলছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ub
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE