Advertisement
২১ মে ২০২৪
Cooch Behar

বিকট শব্দে কেঁপে উঠল কোচবিহার শহর, তীব্রতা অনুভূত হল ৩০-৩৫ কিমি দূরেও, চাঞ্চল্য জেলা জুড়ে

শুক্রবার বিকেল সওয়া ৪টে নাগাদ বিকট শব্দ শুনতে পাওয়া যায় কোচবিহার শহর জুড়ে। প্রাথমিক ভাবে শহরবাসীর ধারণা হয়, কোনও বোমা বিস্ফোরণ ঘটেছে। তৎপর হয়ে শব্দের উৎস খোঁজা শুরু করে পুলিশ প্রশাসন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ২০:৪৮
Share: Save:

যেন মিসাইল আছড়ে পড়েছে! কিংবা ভেঙে পড়েছে কোনও মিগ বিমান! শুক্রবার বিকেলে আচমকা বিকট শব্দে কেঁপে উঠল কোচবিহার। সেই শব্দের তীব্রতা এতটাই ছিল যে, মাটিও কেঁপে উঠেছে বলে দাবি শহরবাসী। শুধু কোচবিহার শহরই নয়, আশপাশে ৩০-৩৫ কিলোমিটার দূরে দিনহাটা এবং মাথাভাঙা মহকুমাতেও জোরালো শব্দ শুনতে পাওয়া গিয়েছে বলে খবর।

শুক্রবার বিকেল সওয়া ৪টে নাগাদ বিকট শব্দ শুনতে পাওয়া যায় কোচবিহার শহর জুড়ে। প্রাথমিক ভাবে শহরবাসীর ধারণা হয়, কোনও বোমা বিস্ফোরণ ঘটেছে। তৎপর হয়ে শব্দের উৎস খোঁজা শুরু করে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রেই খবর, মূল কোচবিহার শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরেও সেই শব্দ শোনা গিয়েছে। শব্দের তীব্রতা অনুভূত হয়েছে দিনহাটা, মাথাভাঙার বেশ কয়েকটি গ্রামেও। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার বিস্তীর্ণ এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বছর দশেক আগে আলিপুরদুয়ারে একবার মিগ বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। এ বারও সেই একই ঘটনা ঘটেছে কি না, তা আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। যদিও পরে কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘কোথাও কোনও ঘটনা ঘটেনি। সম্ভবত এটি মেঘ ফাটার (ক্লাউড বার্স্ট) শব্দ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cooch Behar Sound Cloud burst
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE