Advertisement
১৮ মে ২০২৪

শ্রমিকদের টাকা তছরুপ, অভিযোগ

শ্রমিকদের সই জাল করে এবং ভুয়ো ‘ডেথ সার্টিফিকেট’ বানিয়ে শ্রমিকদের মৃত দেখিয়ে প্রভিডেন্ড ফান্ডের লক্ষ লক্ষ টাকা তছরুপ করার অভিযোগ উঠেছে ডুয়ার্সের আলিপুরদুয়ারের রায়ডাক চা বাগানের পিএফ ক্লার্কের বিরুদ্ধে। ঘটনায় ওই ক্লার্কের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিকদের পক্ষ থেকে আলাদাভাবে দুটি লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত পিএফ ক্লার্কের নাম অজয় বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শামুকতলা শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:৪৩
Share: Save:

শ্রমিকদের সই জাল করে এবং ভুয়ো ‘ডেথ সার্টিফিকেট’ বানিয়ে শ্রমিকদের মৃত দেখিয়ে প্রভিডেন্ড ফান্ডের লক্ষ লক্ষ টাকা তছরুপ করার অভিযোগ উঠেছে ডুয়ার্সের আলিপুরদুয়ারের রায়ডাক চা বাগানের পিএফ ক্লার্কের বিরুদ্ধে। ঘটনায় ওই ক্লার্কের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিকদের পক্ষ থেকে আলাদাভাবে দুটি লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত পিএফ ক্লার্কের নাম অজয় বন্দ্যোপাধ্যায়। বাড়ি আলিপুরদুয়ার। শনিবার সকালে এই ঘটনার সঠিক তদন্ত অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ওই বাগানের ম্যানেজারকে ঘেরাও করে টানা এক ঘণ্টা বিক্ষোভ দেখান শ্রমিকরা।

রায়ডাক চা বাগানের ম্যানেজার উত্তম চক্রবর্তী বলেন, ‘‘পুলিশের তদন্তের পাশাপাশি আমরাও নিজেদের মত তদন্ত শুরু করেছি। শনিবার ওই পিএফ ক্লার্ককে সাসপেন্ড করা হয়েছে। আজ তাঁকে বাগানে ডাকা হয়েছিল। তিনি আসেননি।’’ টেলিফোনে অজয়বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি অসুস্থ তাই বাগানে যেতে পারিনি। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। তদন্ত হলে আমি যে নির্দোষ সেটা প্রমাণিত হবে।’’ পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, পিএফের টাকা তছরুপের ঘটনায় একটি চক্র কাজ করেছে। ওই চক্রের পান্ডাদের খোঁজ শুরু করা হয়েছে। জাল ডেথ সার্টিফিকেট তৈরিতে যুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে আলিপুরদুয়ারের পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “বাগান কর্তৃকক্ষ এবং শ্রমিকদের পক্ষ থেকে আলাদাভাবে লিখিত অভিযোগ জমা পড়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।’’

বাগান সূত্রে জানা গিয়েছে, এ মুহূর্তে অন্তত ১৮ জনের পিএফ অ্যাকাউন্ট থেকে প্রায় ১২ লক্ষ টাকা শ্রমিকদের অজান্তে তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে রেজিনা টোপ্পোর পঞ্চাশ হাজার টাকা। দরথিয়া কুজুরের ৬০ হাজার, পাঙ্খাতিউস কুজুরের ৩০ হাজার টাকা রয়েছে।

রেজিনা টপ্পো, দরথিয়া কুজুরদের অভিযোগ, ব্যাঙ্কে গিয়ে জানতে পারি আমাদের পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। তাঁরা পিএফ ক্লার্কের কাছে জবাব চেয়ে না পেয়ে ম্যানেজারের কাছে যান। সেখানে জানতে পারেন, সই জাল করে টাকা তুলে নিয়েছেন পিএফ ক্লার্ক। তাঁরা বলেন, ‘‘আমরা দরিদ্র চা শ্রমিক। আমাদের টাকা ফেরতের ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।’’ দরথিয়া কুজুর ও অনিতা তিরকে নামে দুই চা শ্রমিকের অভিযোগ জাল ডেথ সার্টিফিকেট দাখিল করে তাঁদের মৃত দেখিয়ে পিএফের পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। শ্রমিক নেতা তথা আলিপুরদুয়ারের তৃণমূল সাংসদ দশরথ তিরকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘শ্রমিকদের কষ্টে উপার্জন করা তাঁদের সঞ্চয়ের টাকা তছরুপের সঙ্গে যারা জড়িত তাঁদের শাস্তি দিতে হবে। শ্রমিকরা যেন তাঁদের টাকা ফেরত পান সেটা অবশ্যই দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

clerk tea garden Corruption dooars Alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE