Advertisement
১৮ মে ২০২৪

গলি থেকে জঞ্জাল আনতে ই-রিকশা

পাড়ার গলিতে ঢোকে না কম্প্যাক্টর। হাতে টানা ট্রলি করে পাড়ায় পাড়ায় থাকা ভ্যাট থেকে জঞ্জাল সরাতে প্রতিদিনই দেরি হয়ে যায়। ফলে জঞ্জাল রাস্তার পাশে ডাঁই করে রাখা থাকে। সেই জমা জঞ্জালের দুর্গন্ধে অতিষ্ঠ হতে হয় বাসিন্দাদের।

নয়া-যান: এমন ই-রিকশাতেই আনা হবে জঞ্জাল। নিজস্ব চিত্র

নয়া-যান: এমন ই-রিকশাতেই আনা হবে জঞ্জাল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০১:৪৮
Share: Save:

পাড়ার গলিতে ঢোকে না কম্প্যাক্টর। হাতে টানা ট্রলি করে পাড়ায় পাড়ায় থাকা ভ্যাট থেকে জঞ্জাল সরাতে প্রতিদিনই দেরি হয়ে যায়। ফলে জঞ্জাল রাস্তার পাশে ডাঁই করে রাখা থাকে। সেই জমা জঞ্জালের দুর্গন্ধে অতিষ্ঠ হতে হয় বাসিন্দাদের। এ বার সেই সমস্যা সমাধানেই উদ্যোগী ইংরেজবাজার পুরসভা।

এ বার দিল্লির মতো মালদহের ইংরেজবাজার শহরেও পাড়ার অলিতে গলিতে ঢুকে ভ্যাট থেকে দ্রুত জঞ্জাল তুলে নিয়ে যাওয়া হবে ই-রিকশ চালিত হাইড্রলিক গারবেজ ডাম্পারে। এ জন্য দিল্লি থেকেই আনা হচ্ছে দেড়শোটি ও রকম ডাম্পার। শুধু তাই নয়, শহর থেকে দ্রুত জঞ্জাল সরাতে বড় আরও দুটি ও ছোট ৬টি কম্প্যাক্টর চেয়ে প্রস্তাব দেওয়া হয়েছে গ্রিনসিটি প্রকল্পেও।

ইংরেজবাজার পুরসভা সূত্রেই জানা গিয়েছে, শহরের বক্ষাটুলি, কুট্টিটোলা, হায়দরপুর, মীরচক, রামকৃষ্ণপল্লি, প্রান্তপল্লি, দেশবন্ধুপাড়া, মকদমপুর, পুড়াটুলি-সহ প্রচুর পাড়া রয়েছে যেখানকার রাস্তা বা গলিগুলি একেবারেই অপ্রশস্ত। সেই এলাকায় বড় কম্প্যাক্টর বা ট্রলি-সহ ট্রাক্টর ঢোকা কোনওমতেই সম্ভব নয়। ওই এলাকাগুলি-সহ বিভিন্ন পাড়ায় ভ্যাটে জমে থাকা জঞ্জাল সকাল থেকে সাফাইকর্মীরা হাতে টানা ট্রলি করে তুলে কয়েকটি পয়েন্টে ডাঁই করে রাখে। পরে তা ট্রাক্টর বা কম্প্যাক্টর করে তুলে নিয়ে যাওয়া হয়। জঞ্জাল অপসারণের এই পদ্ধতি নিয়ে বাসিন্দারা বারবার পুরসভা ও কাউন্সিলারদের কাছে ক্ষোভও জানিয়েছেন। সেই ক্ষোভ মেটাতেই এই উদ্যোগ।

পুরকর্তাদের দাবি, এই ডাম্পারগুলি পাড়ার গলিগুলিতে অনায়াসেই ঢুকে যাবে। যে সাফাই কর্মীরা ট্রলি করে জঞ্জাল সাফ করেন তাঁরাই এ বার ভ্যাট থেকে সেই ডাম্পারে জঞ্জাল তুলে ওই ই-রিকশা চালিয়ে সরাসরি কম্প্যাক্টরে ঢেলে দেবে। তাতে এই কাজ অনেক দ্রুত হবে। পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, ‘‘আমরা কেন্দ্রের ডাকে দিল্লিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি কর্মশালায় গিয়েছিলাম। সেখানে ই-রিকশা চালিত এই হাইড্রলিক গারবেজ ডাম্পারের বিষয়টি জানতে পারি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

E Rickshaw Garbages
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE