Advertisement
২২ মে ২০২৪
দিনবাজার

টাকা মিলেছে মার্কেট গড়ার

দিনবাজারের পুড়ে যাওয়া অংশে নতুন করে বাজার তথা মার্কেট কমপ্লেক্স তৈরির জন্য টাকা চলে এসেছে। এখন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে একপ্রস্ত সভা করার পর কাজ শুরু হবে। সোমবার এ কথা জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০১:৩৮
Share: Save:

দিনবাজারের পুড়ে যাওয়া অংশে নতুন করে বাজার তথা মার্কেট কমপ্লেক্স তৈরির জন্য টাকা চলে এসেছে। এখন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে একপ্রস্ত সভা করার পর কাজ শুরু হবে। সোমবার এ কথা জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “নতুন করে বাজারের বিল্ডিংটি তৈরি করতে ১০ কোটির বেশি টাকা খরচ হবে। অর্থ দফতর থেকে ছারপত্র পেতে দেরী হয়েছে। এখন ছারপত্র এবং টাকা দুইই পাওয়া গেছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে আগ্রহী। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে একদফা বৈঠক করে কাজে হাত দেওয়া হবে।”

উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সুত্রে জানা যায় যে এর আগে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দু’টি বৈঠক হয়েছে। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে বাজারটির মধ্যে জলাধারের ব্যবস্থা করা সমেত কবেকটি নির্দ্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় একটি সভা ডাকা হচ্ছে। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “শহরের মধ্যে বাজার তৈরির কিছু বিধিনিষেধ আছে। সেগুলি মন্ত্রীকে জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়গুলি সমাধান করা হবে। বাজারটি দ্রুত তৈরি হোক এটা আমারও একান্ত ইচ্ছা।”

সোমবার দিনবাজারের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবিন্দ্রনাথ ঘোষের সঙ্গে দেখা করে বাজার তৈরির কাজ দ্রুত শুরু করার দাবি জানান। মন্ত্রী তাদের দ্রুত কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দেবু চৌধুরী বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমাদের কথা দিয়েছেন যে তিনি দ্রুত কাজ শুরু করবেন। এখন আমরা কবে কাজ শুরু হবে সেই দিনটার দিকে তাকিয়ে আছি।”

২০১৫ সালের মে মাসের সাত তারিখে জলপাইগুড়ির দিনবাজারে টিনশেডে আগুন লেগে বাজারটি পুড়ে যায়। জুলাই মাসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জলপাইগুড়িতে দিনবাজারের পুড়ে যাওয়া অংশে এসে সেখানে দাঁড়িয়ে পুড়ের যাওয়া অংশে একটি তিনতলা মার্কেট কমপ্লেক্স তৈরির প্রতিশ্রুতি দেন এবং বলেন যে তিন বছরের মধ্যে কাজ শুরু করা হবে। তার পর ছ’মাস হতে চলল কোন কাজ শুর না হওয়ায় অধৈর্য্য হয়ে পড়েন ব্যবসায়ীরা। তাদের মধ্যে কেউ কেউ পুড়ে যাওয়া অংশে দোকানঘর তৈরির পরিকল্পনা নিয়ে বাঁশের কাঠামো তৈরি করে ফেলেন।

দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। মন্ত্রী তাদের সোমবার দুপুরে দেখা করার সময় দেন। দিনবাজার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এ দিন উত্তরকন্যায় গিয়ে তাঁর সঙ্গে
দেখা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Destroy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE