Advertisement
০৫ মে ২০২৪

দার্জিলিং বন্‌ধের ডাক দিল বিদ্যার্থী মোর্চা

প্রথমবর্ষের ভর্তিতে স্থানীয় আবেদনকারীদের অগ্রাধিকার না দিলে দার্জিলিং সরকারি কলেজে লাগাতার বন্‌ধের হুমকি দিল গোর্খা জনমুক্তি মোর্চার ছাত্র সংগঠন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কলেজ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে মোর্চার ছাত্র সংগঠন বিদ্যার্থী মোর্চা। সংগঠনের অভিযোগ, সাম্মানিক বিষয়ের বিভিন্ন পাঠ্যক্রমে ভর্তির মেধা তালিকায় নাম থাকা ৮০ শতাংশ আবেদনকারীই বহিরাগত।

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০২:০৯
Share: Save:

প্রথমবর্ষের ভর্তিতে স্থানীয় আবেদনকারীদের অগ্রাধিকার না দিলে দার্জিলিং সরকারি কলেজে লাগাতার বন্‌ধের হুমকি দিল গোর্খা জনমুক্তি মোর্চার ছাত্র সংগঠন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কলেজ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে মোর্চার ছাত্র সংগঠন বিদ্যার্থী মোর্চা। সংগঠনের অভিযোগ, সাম্মানিক বিষয়ের বিভিন্ন পাঠ্যক্রমে ভর্তির মেধা তালিকায় নাম থাকা ৮০ শতাংশ আবেদনকারীই বহিরাগত। বিদ্যার্থী মোর্চার দার্জিলিং মহকুমার সভাপতি অনিশ রাই হুমকি দিয়ে বলেন, ‘‘বহিরাগতরা যদি সব আসন দখল করে নেয়, তবে স্থানীয়রা পড়ার সুযোগ পাবে না। এটা মেনে নেওয়া যায় না। সে কারণেই কলেজ কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।’’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রজ্বল লামা বলেন, ‘‘অনলাইনে ভর্তি চলায় কোনও অগ্রাধিকার রাখা সম্ভব নয়। পুরো বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gjm student wing vidyarthi morcha darjeeling strike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE