Advertisement
১৮ মে ২০২৪

লাইনচ্যুত মালগাড়ি, বিঘ্ন

মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ব্যাহত হল ট্রেন চলাচল। ধূপগুড়ির শালবাড়ি স্টেশনে সোমবার সকালের এই ঘটনায় টানা দু’ঘণ্টা উত্তর-পূর্ব সীমান্ত রেলের চলাচল স্তব্ধ হয়ে পড়ে। স্টেশনের অপর একটি লাইনে আটকে পড়ে বামনহাট-মালদহ গামী ডেমু ট্রেন।

লাইন থেকে নেমে গিয়েছে মালগাড়ির চাকা।

লাইন থেকে নেমে গিয়েছে মালগাড়ির চাকা।

নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ০২:১৮
Share: Save:

মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ব্যাহত হল ট্রেন চলাচল। ধূপগুড়ির শালবাড়ি স্টেশনে সোমবার সকালের এই ঘটনায় টানা দু’ঘণ্টা উত্তর-পূর্ব সীমান্ত রেলের চলাচল স্তব্ধ হয়ে পড়ে। স্টেশনের অপর একটি লাইনে আটকে পড়ে বামনহাট-মালদহ গামী ডেমু ট্রেন। এ ভাবে আটকে পড়ায় রেলকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই ওই ট্রেনে বহু বাসিন্দাদের নানান কাজে শিলিগুড়ি যাতায়াত করতে হয়। অভিযোগ, প্রায় রোজই ওই ট্রেন দেরিতে শিলিগুড়ি ও মালদহে পৌঁছয়। সমস্ত স্টেশনে যেমন ট্রেন থামে, তেমনই ওই ট্রেন দাঁড় করিয়ে মালগাড়িকে যাতায়াত করানো হয়। তার উপর এদিন ট্রেন লাইনচ্যুত হয়ে দুঘণ্টা বেশি সময় নষ্ট হয়েছে। ধৈর্য হারিয়ে তাই একদল যাত্রী স্টেশনের আধিকারিকদের বিক্ষোভ দেখান। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম রাজকুমার মাকোয়ানা অবশ্য বলেন, ‘‘মালগাড়িটি লুপ লাইনে লাইন চ্যুত হয়। ট্রেন চলাচলে তেমন বিঘ্ন ঘটেনি।’’

রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ অসমের জোরহাটগামী মালগাড়িটি স্টেশনে ঢোকার সময় মালগাড়ির মাঝের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। লাইনে ফাটল থাকায় ওই ঘটনা ঘটেছে বলে রেল দফতরের কয়েকজন কর্মী জানিয়েছেন। এডিআরএম অবশ্য বলেছেন, ‘‘লাইনে ফাটল ছিল না। তবে কী কারণে বগি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে।’’ সকাল সাড়ে ৯টা নাগাদ লাইন মেরামত করে দুটি বগিকে লাইনে তুলে দেবার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ub
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE