Advertisement
০৪ মে ২০২৪

তৃতীয় বর্ষে এগিয়ে ছাত্রীরা

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ফলে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। অর্নাস এবং পাস দু’টি ক্ষেত্রেই ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার কমপক্ষে পাঁচ শতাংশ বেশি। মেধা তালিকাতেও স্থান পেয়েছেন ছাত্রীরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০২:৫৩
Share: Save:

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ফলে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। অর্নাস এবং পাস দু’টি ক্ষেত্রেই ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার কমপক্ষে পাঁচ শতাংশ বেশি। মেধা তালিকাতেও স্থান পেয়েছেন ছাত্রীরা।

তিন জেলাতে ছাত্রীদের ফলাফল তুলনামুলক ভাবে ভালো হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষা মহল। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপাল মিশ্র। তিনি বলেন, ‘‘রের্কড সময়ে এ বার ফলাফল প্রকাশিত হয়েছে। অর্নাস ও পাশ দু’ক্ষেত্রেই ছাত্রীদের ফলাফল ভালো হয়েছে। পড়ার প্রতি মেয়েদের আগ্রহ বাড়ছে।’’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে মালদহ ও দুই দিনাজপুরের ২০টি কলেজের তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হল এ দিন। এ বার তৃতীয় বর্ষের অর্নাসে মোট পরীক্ষার্থী ছিল ছয় হাজার। পাশের হার ৮০.৩০ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৭.৬৫ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮২.৮১ শতাংশ। পাস কোর্সে মোট পরীক্ষার্থী ১৬ হাজার ৯৮৮ জন। পাশের হার ৫৮.৫০ শতাংশ। তার মধ্যে ছাত্রদের পাশের হার ৫৫.২৯ শতাংশ এবং ছাত্রীদের ৬১.৩৩ শতাংশ।

বাণিজ্য বিভাগে প্রথম হয়েছেন চাঁচল কলেজের ছাত্রী নম্রতা জৈন। মালদহ মহিলা কলেজের পাশের হার সব থেকে বেশি। এ বার পাশ করেছে ৭৪.১৩ শতাংশ। অনার্সে প্রথম হয়েছেন চাঁচল কলেজের বিমল সাহা, দ্বিতীয় মালদহ কলেজের তামিন আজিজ এবং তৃতীয় হয়েছেন সামসি কলেজের মহম্মদ জাহাঙ্গির। পাশ কোর্সে প্রথম হয়েছেন গৌড় কলেজের বিশাল দাস ও দ্বিতীয় হয়েছেন চাঁচল কলেজের মুকেশ সাহা। পাস কোর্সে পাশের হার দু’শতাংশ বাড়লেও অর্নাসে পাশের হার কমেছে দু’ শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মে তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছিল। ফলে মাত্র ৩৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বার ৪৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা সমূহের নিয়ামক সনাতন দাস বলেন, ‘‘আমাদের ওয়েব সাইট ও কলেজ গুলিতে ফলাফলের তালিকা পাঠানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য রেকর্ড সময়ে ফলাফল প্রকাশ করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gour Banga University Result 3rd year
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE