রঙিন: আলিপুরদুয়ারে সিঁদুর খেলায় রূপান্তরকামীরা। ছবি: নারায়ণ দে
পুজো মণ্ডপের সামনে এক টুকরো জমি৷ যে জমির চারদিক ছেয়ে গিয়েছে লাল রঙের সিঁদুরে৷ বাতাসেও উড়ে বেড়াচ্ছে সিঁদুর৷ আর তার মঝেই গানের তালে কোমর দোলানোর সঙ্গেই চলছে সিঁদুর খেলা৷ তাতে গৃহকর্ত্রী ও কর্মরতা মহিলা, রূপান্তরকামী ও যৌনকর্মী— সামিল সকলেই। পাশে দাঁড়িয়ে সিঁদুর খেলায় তাঁদের সবাইকে উৎসাহ দিচ্ছেন কয়েকজন স্বামীহীনা মহিলাও৷
এ বারের দুর্গা পুজোর দশমীতে এ ভাবেই এক অন্যরকম সিঁদুর খেলা দেখল আলিপুরদুয়ার শহর৷ যে সিঁদুর খেলায় যোগ দিলেন রূপান্তরকামী থেকে শুরু করে যৌনকর্মীরা৷ অথচ, পুজো বা যে কোনও সামাজিক অনুষ্ঠানেই যাঁরা চিরকাল ব্রাত্যই থাকেন৷ আলিপুরদুয়ার শহরের শান্তিনগর ময়দানে উপল মুখর ক্লাব সার্বজনীন পুজো মণ্ডপের সামনে এই সিঁদুর খেলার আয়োজন হয়েছিল৷ মূল আয়োজক ছিল শহরেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ যাদের সহযোগিতায় এগিয়ে এসেছিলেন ওই পুজোর উদ্যোক্তারা৷ সিঁদুর খেলার আয়োজক সংস্থার অন্যতম কর্মকর্তা রাতুল বিশ্বাস বলেন, “পুজোয় সবাই আনন্দ করেন৷ সেক্ষেত্রে আমাদের সমাজের অংশ হয়েও কিছু মানুষ কেন সেই আনন্দ থেকে দূরে থাকবেন? সেজন্যই পুজোকে ঘিরে বিভেদ দূর করতে আমরা এই সিঁদুর খেলার আয়োজনের সিদ্ধান্ত নেই৷ নাম রাখি সম্প্রীতির সিঁদুর খেলা৷ যারা এই পুজো বা সিঁদুর খেলায় ব্রাত্য তাদেরকে সামিল করি এই সিঁদুর খেলায়৷”
তবে দশমীর সকালে এমন একটা সিঁদুর খেলা আলিপুরদুয়ারবাসী যে দেখতে পাবেন তার ইঙ্গিত কিন্তু মিলেছিল মহলয়ার সকালেই৷ সেদিন এই পুজো মণ্ডপের সামনেই একটি তথ্যচিত্র প্রকাশ অনুষ্ঠানে এসে সিঁদুর খেলেছিলেন রূপান্তরকামীরা৷ তবে দশমীর সকালে তাঁদেরকে দেখা গেল লাল পাড় সাদা শাড়ি পড়ে সিঁদুর হাতে মণ্ডপে উপস্থিত হতে৷ বেলা এগারোটার কিছু পরে সিঁদুর খেলা শুরু হতেই আর পাঁচজন সাধারণ মহিলার সঙ্গে মিলে মিশে গেলেন তাঁরা। সামিল হলেন যৌনকর্মীরাও৷
শান্তিনগর ময়দানে এই সিঁদুর খেলায় উপস্থিত ছিলেন রূপান্তরকারীদের মধ্যে প্রথম বিচারক জয়িতা মণ্ডল৷ তাঁর কথায়, “মায়ের সন্তান হয়েও সমাজের একটা অংশ এতদিন থেকে পুজো কিংবা সিঁদুর খেলা থেকে বঞ্চিত ছিল৷ এ বার সেই বঞ্চনার সমাপ্তি ঘটল৷ উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ৷” আলিপুরদুয়ারে রূপান্তরকামীদের বড় মা বলে পরিচিত রহিমা কিন্নর বললেন, “এতদিনে বিভেদ দূর হয়েছে৷ এ বার থেকে প্রতিবার আমরা সিঁদুর খেলায় অংশ নেব৷ এটা ভেবেই খুব ভাল লাগছে৷”
সিঁদুর খেলা শেষ হতেই মণ্ডপে চলে নিজেদের মধ্যে মিষ্টিমুখের পালা৷ মিলেমিশে এক হয়ে যায় সম্প্রীতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy