Advertisement
০১ নভেম্বর ২০২৪
New Farmer's Bill

কৃষি বিলের প্রচারে কৃষক ‘সেজে’ খেতে হাল খগেনের

বলদ নিয়ে খগেন মুর্মুর জমিতে চাষ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির। তাঁদের দাবি, কৃষকদের কাছে টানতে ধতি, গামছা পরে জমিতে গরু নিয়ে চাষ শুরু করে দেন খগেন।

 প্রচার: ছাতিয়ান মোড়ে জমিতে হাল চাষ করছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। নিজস্ব চিত্র

প্রচার: ছাতিয়ান মোড়ে জমিতে হাল চাষ করছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
পুরাতন মালদহ শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২০ ১০:১৬
Share: Save:

মাথায় বাঁধা গামছা। পরনে সাদা ধুতি আর বাসন্তী রঙের পাঞ্জাবি। গলায় ঝুলছে উত্তরীয়। এমনই সাজে কৃষি বিলের সমর্থনে বলদ নিয়ে মাঠে হাল দিলেন উত্তর মালদহের সাংসদ তথা বিজেপির রাজ্য তফসিলি উপজাতি মোর্চার রাজ্য সভাপতি খগেন মুর্মু। শনিবার সকালে পুরাতন মালদহের ছাতিয়ান মোড় এলাকায় কৃষি বিলের সমর্থনে বিজেপির এই অভিনব প্রচারকে কটাক্ষ করেছে বিরোধী শিবির। তবে বিরোধীদের কটাক্ষকে আমল দিতে নারাজ খগেন।

কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরোধিতায় জেলা জুড়েই বিজেপি বিরোধী দলগুলি প্রচার চালাচ্ছে। কখনও তৃণমূল, কখনও বাম, কংগ্রেস শহর, গ্রাম সর্বত্রই প্রচার চালাচ্ছে। কৃষকদের বাড়িতে গিয়ে নয়া কৃষি বিলের ক্ষতি সম্পর্কে বোঝাচ্ছেন যুব তৃণমূলের নেতারা। বিরোধীদের বিরুদ্ধে পাল্টা লাগাতার প্রচারে নেমেছে বিজেপি। সপ্তাহ খানেক ধরে জেলা জুড়েই চলছে গেরুয়া শিবিরের প্রচার। চাষের জমি থেকে হাটে গিয়ে কৃষি বিলের সমর্থনে প্রচার চালাচ্ছেন গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা। আর সেই কর্মসূচিগুলিতে হাজির হচ্ছেন বিজেপির রাজ্য নেতারা। এ দিন পুরাতন মালদহের সাহাপুর এবং মালতীপুরে কৃষি বিলের সমর্থনে মিছিলে শামিল হন বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা মালদহের বাসিন্দা বিশ্বপ্রিয় রায় চৌধুরী।

তবে বলদ নিয়ে খগেন মুর্মুর জমিতে চাষ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির। তাঁদের দাবি, কৃষকদের কাছে টানতে ধতি, গামছা পরে জমিতে গরু নিয়ে চাষ শুরু করে দেন খগেন।

তৃণমূলের মালদহের মুখপাত্র শুভময় বসু বলেন, “প্রচারে আসার জন্য সেজেগুজে জমিতে হাল দিচ্ছেন সাংসদ খগেনবাবু। মানুষ কৃষি বিল নিয়ে ক্ষুব্ধ। তার প্রতিবাদ এ বারে মানুষ নির্বাচনে করবেন।”

খগেন বলেন, “প্রচারে আসার বিষয়ই নেই। মাঠে-ময়দানে থেকেই আমরা কাজ করি।” কৃষকদের স্বার্থে বিজেপি কাজ করছে, সেই বার্তা দিতেই জমিতে হাল দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্য বিষয়গুলি:

Khagen Murmu New Farmer's Bill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE