Advertisement
১৭ জুন ২০২৪

বন উন্নয়ন নিগমে নয়া চেয়ারম্যান উদয়ন

রাজ্য বন উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান হচ্ছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যে উদয়নবাবুকে ওই দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে।

উদয়ন গুহ

উদয়ন গুহ

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৯ জুন ২০১৬ ০৮:০৭
Share: Save:

রাজ্য বন উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান হচ্ছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যে উদয়নবাবুকে ওই দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে। টেলিফোনে নতুন দায়িত্বের কথা উদয়নবাবুকে জানানোও হয়েছে। সব ঠিক থাকলে আগামী সোমবার কলকাতায় নিগমের দফতরে গিয়ে দায়িত্বভার বুঝে নেবেন তিনি। উদয়নবাবু বলেন, “টেলিফোনে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা নিগমের তরফে জানানো হয়েছে। সোমবার নিগমের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চাইছি।”

উদয়নবাবুকে ওই দায়িত্ব দেওয়ার খবর ছড়িয়েছে দিনহাটাতেও। উদয়ন অনুগামীদের কয়েকজন জানান, ‘‘বিধানসভা ভোটের পর বাবুনদাকে (উদয়নের ডাক নাম) মন্ত্রীসভায় দেখার আশা করেছিলাম। তা হয়নি। নিগম চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় ওই দুঃখ কিছুটা ঘুচল।’’ প্রসঙ্গত, ভোটের কয়েকমাস আগে উদয়নবাবু ফব শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, দলবদলের পুরস্কার হিসেবে উদয়নবাবুকে গুরুত্বপূর্ণ নিগমের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া এতে উদয়ন অনুগামীদের ক্ষোভেও আপাতত কিছুটা প্রলেপ দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

উদয়নবাবু ইতিমধ্যে নিগম চেয়ারম্যান হিসাবে নিজের কাজের পরিকল্পনার প্রাথমিক রূপরেখাও ঠিক করেছেন। তিনি বলেন, “নিগমের মাধ্যমে কাঠ-সহ বনজ সামগ্রী বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব বাড়ানোরও সুযোগ রয়েছে। নিগমের ২৩টি রিসর্ট রয়েছে। সেগুলির আকর্ষণ কী ভাবে বাড়ানো যায় তা দেখব।” ওই পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের সহযোগিতাও চেয়েছেন তিনি। বিদায়ী নিগম চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমি দায়িত্বে থাকাকালীন নিগমে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। উদয়নবাবুর সুযোগ্য নেতৃত্বে তা আরও এগোবে।” বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “উদয়নবাবুকে সবরকম ভাবে সহযোগিতা করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forest department Authority
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE