Advertisement
১৫ জুন ২০২৪

জুয়া-মদের প্রতিবাদে আক্রান্ত

ওই মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর স্বামী এবং শ্বশুর-শাশুড়িও। বুধবার রাতে কালিয়াচক-২ ব্লকের রথবাড়ি পঞ্চায়েতের কাগমারি গ্রামের ঘটনা।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা 
মালদহ শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ০২:৪০
Share: Save:

বাড়ির পাশেই আমবাগানে চলছিল জুয়াখেলা। সঙ্গে মদ্যপান এবং প্রবল হইহল্লা। তারই প্রতিবাদ করেন ওই বাড়ির এক মহিলা। তাতে পাল্টা ইট দিয়ে মেরে তাঁর মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবার-সহ কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে। ওই মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর স্বামী এবং শ্বশুর-শাশুড়িও। বুধবার রাতে কালিয়াচক-২ ব্লকের রথবাড়ি পঞ্চায়েতের কাগমারি গ্রামের ঘটনা।

আহতদের রাতেই মালদহ মেডিক্যালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে আক্রান্ত মহিলা ছবি বসাকের স্বামী বাবলু ও শ্বশুর-শাশুড়িকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মহিলার চোট গুরুতর থাকায় তাকে আপাতত সিসিইউয়ে রাখা হয়েছে। আক্রান্ত পরিবারের অভিযোগ, হামলার পরপরই গ্রামে সালিশি বসিয়ে চিকিত্সার খরচ হিসেবে আড়াই হাজার টাকা দিয়ে বিষয়টি মেটাতে চেয়েছিল অভিযুক্তেরা। মহিলার পরিবার রাজি না হয়ে হামলাকারী প্রতিবেশী ঘুরনা চৌধুরী-সহ ১০ জনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ করে। অভিযুক্তেরা পলাতক। পঞ্জাব থেকে দিন কয়েক আগে শ্রমিকের কাজ করে বাড়ি ফিরেছেন বাবলু। তাঁর অভিযোগ, তাঁদের বাড়ির পেছনে বেশ কিছু দিন ধরে ঘুরনার নেতৃত্বে জুয়ার ঠেক ও মদের আসর চলছে। সন্ধে হতেই ওই আসরে লোকজনের চিত্কারে টেকাই দায়। এর আগে প্রতিবাদ করা হলেও কেউ শোনেনি। বুধবার রাতে ঠেক বসে। অভিযোগ, প্রতিবাদ করলে তাঁর স্ত্রীকে মারধর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার জানান, তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Violence Hooch Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE