Advertisement
১৬ মে ২০২৪

মহানন্দার জয় ঘোষণায় শুরু বিতর্ক

মহানন্দা স্পোর্টিং ক্লাবকে সুপার ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন ঘোষণা করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার বিরুদ্ধে সরব হল গ্লোব ট্রটার্স স্পোর্টিং (জিটিএস) ক্লাব।

ট্রফি হাতে মহানন্দা স্পোর্টিং ক্লাবের সদস্যরা। —নিজস্ব চিত্র।

ট্রফি হাতে মহানন্দা স্পোর্টিং ক্লাবের সদস্যরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৯
Share: Save:

মহানন্দা স্পোর্টিং ক্লাবকে সুপার ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন ঘোষণা করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার বিরুদ্ধে সরব হল গ্লোব ট্রটার্স স্পোর্টিং (জিটিএস) ক্লাব।

বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের বার্ষিক অনুষ্ঠানে মহানন্দা ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জিটিএসের অভিযোগ, দুই ফুটবলারকে নিয়ম ভেঙে খেলানো হয়েছে বলে মিথ্যে অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওযা হয়েছে। মহকুমা ক্রীড়া পরিষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা বুধবার চিঠি দিয়ে জানিয়েছে, ক্লাবের বিরুদ্ধে অন্যায় শাস্তির বদলে সুবিচারের জন্য ‘আর্বিটেশন কমিটি’ গঠন করে তা খতিয়ে দেখা হোক। গত ৫ সেপ্টেম্বর মহকুমা ক্রীড়া পরিষদ চিঠি দিয়ে শাস্তির বিষয়টি জানানোর ৩০ দিনের মধ্যে এই আবেদন করতে পারে জিটিএস। তাই করা হয়েছে। অথচ আর্বিটেশন কমিটিতে সিদ্ধান্তের আগেই কী ভাবে পুরস্কার দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্লাবকর্তারা।

মহকুমা ক্রীড়া পরিষদের সম্পাদক অরূপ রতন ঘোষ বলেন, ‘‘আর্বিটেশন কমিটির চেয়ারম্যানকে জানানো হয়েছে। তিনি বৈঠক ডেকে বিষয়টি আলোচনা করবেন। পূর্ব নির্ধারিত সূচি মেনে মহানন্দা ক্লাবের হাতেই চ্যাম্পিয়ন খেতাব তুলে দেওয়া হয়েছে।’’ মহানন্দা ক্লাবের সম্পাদক সৌমিত্র চট্টোপাধ্যায় জানান, জিটিএস আর্বিটেশন কমিটির কাছে যেতেই পারে। তবে এ বছর চ্যাম্পিয়ন খেতাব পাওয়ায় তাঁরা খুশি।

জিটিএসের সম্পাদক কুমারকান্তি ঘোষ বলেন, ‘‘আর্বিটেশন কমিটি কী সিদ্ধান্ত নেয় আমরা দেখব। না হলে আদালতের দ্বারস্থ হব।’’ ক্রীড়া পরিষদ সূত্রেই জানা গিয়েছে, না জানিয়ে আইএফএ তালিকাভুক্ত দুই ফুটবলারকে খেলানোর জন্য জিটিএসের ৩৬ পয়েন্ট বাদ হয়েছে। ১৯ পয়েন্ট পেয়ে সেরার তালিকায় ছিল তারা। সমান পয়েন্ট ছিল মহানন্দা ক্লাবেরও। গোল দেওয়ার বিচারে এগিয়েছিল জিটিএস-ই। পয়েন্ট কাটা যাওয়ায় সুপার ডিভিশন থেকে তারা নেমে গিয়েছে প্রথম ডিভিশনে। ১৭ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব। তাদেরও এ দিন পুরস্কার দেওয়া হয়।

এ দিন যাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় তার মধ্যে রয়েছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত প্রথম ডিভিশন ফুটবলে সেরা রামকৃষ্ণ ক্লাব, রানার্স ওয়াইএমএ। সুপার ডিভিশন ক্রিকেটে সেরা সরোজিনী সঙ্ঘ এবং রানার্স অগ্রগামী সঙ্ঘ, প্রথম ডিভিশন ক্রিকেটে সেরা নকশালবাড়ি ক্লাব এবং রানার্স ভিএনসি। এ বছর ভলিবলে সেরা আঠেরোখাই সরোজিনী সঙ্ঘ, রানার্স এনবিএসটিসি রিক্রিয়েশন ক্লাব। রাজ্য অ্যাথলেটিক্স মিটে শিলিগুড়ির কৃতী দীপু ওরাও, সুমন পাল, ফারহেনা পারভিন, শিপু মণ্ডল, প্রমিলা রাজভরদেরও পুরস্কৃত করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tangle Football clubs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE