Advertisement
০১ জুন ২০২৪

অস্ত্র রাখায় গ্রেফতার নেতা, আন্দোলনের হুমকি মোর্চার

দুষ্কৃতীকে দেশি পিস্তল, খুকরি সরবরাহ করার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক জিটিএ সভাসদকে গ্রেফতার করেছে পুলিশ। দার্জিলিঙে বিজনবাড়ির সভাসদ মোর্চার এক নেতা কাজিমান লোহাগুণকে জামুনিতে অনিচ্ছুক জমি দাতাকে হুমকি দেওয়ার অভিযোগে ধরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ৬১ বছরের ওই নেতার গ্রেফতারির প্রতিবাদে আন্দোলনের হুমকি দিয়েছে মোর্চা।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২৮ জুন ২০১৪ ০১:৪১
Share: Save:

দুষ্কৃতীকে দেশি পিস্তল, খুকরি সরবরাহ করার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক জিটিএ সভাসদকে গ্রেফতার করেছে পুলিশ। দার্জিলিঙে বিজনবাড়ির সভাসদ মোর্চার এক নেতা কাজিমান লোহাগুণকে জামুনিতে অনিচ্ছুক জমি দাতাকে হুমকি দেওয়ার অভিযোগে ধরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ৬১ বছরের ওই নেতার গ্রেফতারির প্রতিবাদে আন্দোলনের হুমকি দিয়েছে মোর্চা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে মুক্তি দেওয়া না হলে দার্জিলিং জুড়ে আন্দোলন হবে বলে এ দিনই জরুরি বৈঠকে বসে মোর্চা সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ জিটিএ সভাসদ কাজিমানকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃত সদস্যকে আদালতে তোলা হলে, তাঁকে পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৭ জুন জামুনির এক অনিচ্ছুক জমিদাতা তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ করেন। ৬ জনকে পুলিশ আগেই গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত জিটিএ সভাসদ অভিযুক্তদের অস্ত্র সরবারহ করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তাঁর কাছে আরও অস্ত্র আছে কিনা জানতে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

দার্জিলিঙের জেলা পুলিশ সুপার অখিলেশ চর্তুবেদী বলেন, “মূল অভিযুক্তদের জেরা করে কাজিমান লোহাগুণের নাম পাওয়া গিয়েছে। তদন্ত চলছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামুনিতে একটি পর্যটন কেন্দ্র তৈরির জন্য গত বছর জিটিএ জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করে। এলাকার নয় বাসিন্দা জোর করে জমি অধিগ্রহণের অভিযোগ করেন। যদিও, মোর্চার সহ সম্পাদক বিনয় তামাঙ্গ বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে সভাসদকে না ছাড়লে গণতান্ত্রিক আন্দোলন করা হবে। ২০১৩ সালে জামুনির সব বাসিন্দাই জমি দিতে চেয়ে অঙ্গীকার পত্র সই করেছিল। এখন রাজনৈতিক উদ্দেশ্যে কেউ বিরোধিতা করছেন। যিনি অভিযোগ করেছেন, তিনি জমির প্রকৃত মালিক নন।”

সভাসদ গ্রেফতারের প্রতিবাদে জেলা পুলিশ সুপারের দফতরে গিয়ে স্মারকলিপি দিয়েছে মোর্চা। কেন্দ্রীয় ও রাজ্যের সরাষ্ট্রসচিবকে স্মারকলিপির প্রতিলিপি পাঠানো হয়েছে বলে মোর্চা নেতারা জানিয়েছেন। এদিন এলাকার মোর্চা নেতা গ্রেফতারের খবরে বিজনবাড়ির অনেক দোকান এ দিন বন্ধ ছিল। গাড়ি চলাচলও কম ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

illegal arms arrest of morcha leader darjeeling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE