Advertisement
০৩ মে ২০২৪

ক্যাম্পাস, নির্দেশিকা আসেনি সাত মাসে

প্রায় সাত মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালু করার কথা ঘোষণা করেন। তবে সে বিষয়ে এখনও সরকারি নির্দেশিকা হাতে পাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৯ জুন ২০১৪ ০৩:২৬
Share: Save:

প্রায় সাত মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালু করার কথা ঘোষণা করেন। তবে সে বিষয়ে এখনও সরকারি নির্দেশিকা হাতে পাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে এসে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ। এ দিন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কলেজ পরিদর্শনে যায়। তাঁরা অনলাইনের মাধ্যমে কলেজের স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া খতিয়ে দেখার পাশাপাশি কলেজের উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দেন।

উপাচার্য এ দিন বলেন, “মুখ্যমন্ত্রী রায়গঞ্জে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির কথা ঘোষণা করলেও সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এখনও পর্যন্ত কোনও সরকারি নির্দেশিকা আসেনি। তা ছাড়া বিষয়টি শিক্ষা দফতর দেখছে।”

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর মুখ্যমন্ত্রী রায়গঞ্জে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালু করার কথা ঘোষণা করেছিলেন। এদিন রাজ্যের পরিষদীয় সচিব তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য সার্কিট হাউসে গিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির কাজ যাতে দ্রুত শেষ হয় সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার অনুরোধ করেন। তৃণমূল ছাত্র পরিষদেরও একটি প্রতিনিধি দল কলেজে গিয়ে উপাচার্যের কাছে একই দাবি জানান।

কলেজ সূত্রের খবর, অনলাইনের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিলেও ছাত্র পরিষদ অনলাইনের বদলে সাবেক পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবি জানায়। গত ৩ জুন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। টানা তিনদিন ধরে ছাত্র পরিষদের ওই আন্দোলনের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ইস্তফাপত্র পাঠান। এই পরিস্থিতিতে কলেজে ভর্তি প্রক্রিয়া চালুর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় উপাচার্য গত ৫ জুন কলেজের অ্যাডমিশন কমিটি ও ছাত্র সংসদের সদস্যদের ডেকে পাঠান। ওই বৈঠকেই সর্বসম্মত ভাবে কলেজে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে কি না তা খতিয়ে দেখতেই এই দিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল কলেজে আসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

uttarbanga university campusing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE