Advertisement
০২ মে ২০২৪

দেহব্যবসায় বাধ্য করায় ধৃত মহিলা

মায়ানমারের দুই মহিলাকে দীর্ঘদিন ধরে আটকে রেখে দেহব্যবসায় ব্যধ্য করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং মহিলা থানা যৌথ অভিযান চালিয়ে ওই মহিলাকে গ্রেফতার করে। মায়া খাতুন নামে ওই মহিলাকে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নারী পাচার, দেহ ব্যবসায় নামানোর অভিযোগ দায়ের করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ জুন ২০১৪ ০১:৩০
Share: Save:

মায়ানমারের দুই মহিলাকে দীর্ঘদিন ধরে আটকে রেখে দেহব্যবসায় ব্যধ্য করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং মহিলা থানা যৌথ অভিযান চালিয়ে ওই মহিলাকে গ্রেফতার করে। মায়া খাতুন নামে ওই মহিলাকে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নারী পাচার, দেহ ব্যবসায় নামানোর অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিলাদের একজনের আত্মীয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। উদ্ধার হওয়া দুই মহিলাকে তাঁদের আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

শিলিগুড়ি পুলিশের এডিসি কে সাভারি রাজকুমার এই দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে কোনও দালাল চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ সূত্রের খবর, গত ২০১৩-র এপ্রিল মাসে কয়েকজন সঙ্গীকে নিয়ে বাংলাদেশ হয়ে হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন ওই দুই মহিলা। পুরুষ সঙ্গীদের নথি ছাড়া ভারতে ঢোকার জন্য গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই দুই মহিলাকে শরনার্থী শিবিরে রাখা হয়। সেই শিবিরের নথিও পেয়েছে পুলিশ। সেই শিবির থেকেই দালাল চক্রের মাধ্যমে মহিলাদের দেহব্যবসায় নামানো হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সঙ্গীরা গ্রেফতার হয়ে যাওয়ার পরে হিলির দু’জন পুরুষ ও মহিলার সঙ্গে তাঁদের যোগাযোগ হয়। তারাই দুই মহিলাকে কাজের প্রলোভন দেখিয়ে শিলিগুড়িতে নিয়ে আসে বলে অভিযোগ। শিলিগুড়িতেই ধৃত মহিলার কাছে তাঁদের বিক্রি করে দেওয়া হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার হওয়া মহিলাদের অভিযোগ, গত এক বছর ধরে দেহ ব্যবসায় নামার জন্য মারধর করা হত। সেখানেই তাঁদের মধ্যে এক মহিলা একটি কন্যা সন্তান প্রসব করেন। পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা বিবাহিত। ওই কন্যার বয়স এখন সাড়ে তিন মাস। মাসখানেক আগে এক ব্যক্তির মাধ্যমে মায়ানমারে বাড়িতে খবর পাঠান ওই দুই মহিলা। সেই খবর পেয়ে এক মহিলার দাদা শিলিগুড়িতে এসে পুলিশের দ্বারস্থ হন। তবে পুলিশেরই একাংশের সন্দেহ, হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময়ই দালাল চক্র, ইচ্ছে করে মহিলার সঙ্গীদের ধরিয়ে দিলেও মহিলাদের ছেড়ে দিতে বাধ্য করে।

দুর্ঘটনায় মৃত্যু। বালি ভর্তি একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে শিলিগুড়িরই ভক্তিনগর থানা এলাকার বাণেশ্বর মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত বিধান রায় (৩০) স্থানীয় আনন্দময়ী কালীবাড়ি এলাকার বাসিন্দা। বিধানবাবু সাইকেলে চেপে রাস্তা পার হচ্ছিলেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে ঘটনাস্থল ঘেরাও করে প্রায় আধ ঘন্টা বিক্ষোভ দেখান বাসিন্দারা। ওই ট্রাকটিকে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri prostitution arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE