Advertisement
১৭ মে ২০২৪

নিয়োগ পরীক্ষায় জড়িত উপাচার্যও, অভিযোগ ফব-র

বিশ্ববিদ্যালয়ের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিৎ রায় জড়িত বলে অভিযোগ তুলল ফরওয়ার্ড ব্লক। সোমবার দলের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহের নেতৃত্বে এক প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করেন। সেখানে ওই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কিছু তথ্য জানতে চাইলে উপাচার্য কিছুই ভাল করে জানাতে পারেননি বলে দাবি করেন ফরওয়ার্ড ব্লক নেতারা।

হাসিমুখে। এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঘোষ ও উদয়ন গুহ। —নিজস্ব চিত্র।

হাসিমুখে। এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঘোষ ও উদয়ন গুহ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ০১:৫৬
Share: Save:

বিশ্ববিদ্যালয়ের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিৎ রায় জড়িত বলে অভিযোগ তুলল ফরওয়ার্ড ব্লক। সোমবার দলের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহের নেতৃত্বে এক প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করেন। সেখানে ওই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কিছু তথ্য জানতে চাইলে উপাচার্য কিছুই ভাল করে জানাতে পারেননি বলে দাবি করেন ফরওয়ার্ড ব্লক নেতারা।

দলের নেতাদের দাবি, তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে-সহ আত্মীয়দের বিশ্ববিদ্যালয়ের কর্মী নিয়োগের পরীক্ষায় সব থেকে বেশি নম্বর পাওয়া নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, এঅ দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আধিকারিকরাও জড়িত। বিষয়টি নিয়ে দলের বিধায়করা বিধানসভায় সরব হবেন বলে জানিয়েছেন ফব নেতারা।

উদয়নবাবুর অভিযোগ, “আমরা কিছু সাধারণ তথ্য জানতে চেয়েছি। সেগুলি কোনটিই উপাচার্য ঠিকঠাক বলতে পারেননি। এর থেকেই পরিষ্কার প্রথম থেকেই খুব পরিকল্পিতভাবে ছক কষে পরীক্ষা নেওয়া হয়েছে। গোপনে শাসক দলের নেতার আত্মীয় ও ঘনিষ্ঠদের চাকরি দেওয়ার চেষ্টা হয়। উপাচার্য-সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা জড়িত না থাকলে এটা হয় না।” তিনি জানান, পরীক্ষা বাতিল ও তদন্তের দাবিতে রাস্তায় নামবে দলের যুব ও ছাত্র সংগঠন। জেলার দলের বিধায়করা লিখিতভাবে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে বিষয়টির তদন্ত করতে ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানাবেন।

উপাচার্য অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমাকে এসে কেউ জেরা করবেন, তা তো হয় না। আর আমি সব কিছু মুখস্থ করে রেখে দেব, এটাও হয় না। আর যে সব প্রশ্ন করা হচ্ছে, সে সবের উত্তর আমি আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছি।” তিনি জানান, ওঁদের কিছু বক্তব্য থাকলে তা লিখিতভাবে জানাতে বলেছি।

এদিনই রবীন্দ্রনাথবাবু বিভ্রান্তকর বক্তব্য এবং মিথ্যা অভিযোগ তোলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন। উদয়নবাবু সহ ফব নেতার আত্মীয়দের কীভাবে আগে সরকারি চাকরি হয়েছে সে কথাও প্রকাশ্যে আনার হুমকি দেন তিনি। রবীন্দ্রনাথবাবু বলেন, “বীজ কেলেঙ্কারির নায়ক উদয়ন গুহ। কমল গুহ কৃষিমন্ত্রী থাকার সময় সরকারি বীজ সরবরাহ করতেন উদয়নবাবু। নিম্নমানের বীজে ফসল না পেয়ে খেতে আগুন দিয়েছেন কৃষকরা। রাজ্যের উন্নয়নের জোয়ার দেখে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।”

এদিনই কোচবিহারে প্রয়াত তৃণমূল নেতা তথা পুরচেয়ারম্যান বীরেন কুন্ডুর নিয়মভঙ্গ অনুষ্ঠানে দুই নেতার দেখা হয়। দু’জনকে অবশ্য হাত মিলিয়ে হাসি মুখে কথা বলতে দেখা গিয়েছে। পরে দু’জনই বলেন, “রাজনীতি অন্য বিষয়। ব্যক্তিগত সম্পর্ক অন্য বিষয়।”

ফরওয়ার্ড ব্লকের দাবি, এদিন দলের নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে জানতে চান, কোন কোন সংবাদপত্রে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে? সেখানে উপাচার্য সঠিক উত্তর দিতে পারেননি বলে দাবি। কেন একটিমাত্র সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে? সে প্রশ্নে উপাচার্য আর্থিক সঙ্কটের কথা বলেন।

মুখ্যমন্ত্রীর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে কেন নিয়োগ করা হয়নি? সে প্রশ্নে বিষয়টি সম্পর্কে তাঁর জানা নেই বলে জানান উপাচার্য। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন? তাতে উপাচার্য আনুমানিক ৮০০ জন বলে জানিয়েছেন। কেন এত কম সংখ্যক আবেদন জমা পড়ল? প্রচারে খামতি ছিল বলে উপাচার্য স্বীকার করেছেন বলে ফরওয়ার্ড ব্লকের দাবি। দলের নেতাদের দাবি, কত নম্বরের পরিপ্রেক্ষিতে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে? তাতেও উপাচার্য ভুল তথ্য দিয়েছেন। কত নম্বরের পরীক্ষা হবে, তা কে ঠিক করেছে? কম্পিউটার টেস্ট, মৌখিক কত নম্বরের পরীক্ষা হবে তা আগাম জানাল হল না কেন? দুটি বিষয়েই সিলেকসন কমিটির কথা উপাচার্য বলেছেন বলে ফরওয়ার্ড ব্লকের নেতারা জানিয়েছেন।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পরেশ অধিকারী বলেন, “তফশিলি জাতি ও জনজাতি থেকে এক জন করে নেওয়া হবে বলে এখন দাবি করা হচ্ছে। অথচ একটি পদের জন্য কতজনকে ডাকা হয়েছে তা স্পষ্ট নয়। উপাচার্য ঠিকঠাক কোনও উত্তরই দিতে পারেননি। উনিও দুর্নীতিতে জড়িত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

admission test principal coochbehar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE