Advertisement
১৫ জুন ২০২৪

প্যাকেজ ট্যুরে খরচ কমাচ্ছে এনবিএসটিসি

পুজোয় পর্যটক টানতে ভ্রমণ প্যাকেজের খরচ আগের থেকে অন্তত ১৫ থেকে ২১ শতাংশ কমিয়ে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। পুজো এবং শীতের সময়ে কোচবিহার থেকে ৭টি রুটে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করেছে নিগম। কোচবিহার থেকে জলদাপাড়া জঙ্গল সাফারি-ঝালং-বিন্দু প্যাকেজে খাওয়া ও যাতায়াত নিয়ে খরচে মাথাপিছু ১২৫০ টাকা খরচ ধরা হয়েছে। আগের মরসুমে একদিনের ওই প্যাকেজের খরচ ছিল মাথাপিছু ১৬০০ টাকা।

মঙ্গলবার কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ৪৩ জন ছাত্রীদের নিয়ে জলদাপাড়া গিয়েছিলেন শিক্ষিকারা। ছবি: হিমাংশুরঞ্জন দেব।

মঙ্গলবার কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ৪৩ জন ছাত্রীদের নিয়ে জলদাপাড়া গিয়েছিলেন শিক্ষিকারা। ছবি: হিমাংশুরঞ্জন দেব।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০১:২১
Share: Save:

পুজোয় পর্যটক টানতে ভ্রমণ প্যাকেজের খরচ আগের থেকে অন্তত ১৫ থেকে ২১ শতাংশ কমিয়ে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। পুজো এবং শীতের সময়ে কোচবিহার থেকে ৭টি রুটে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করেছে নিগম। কোচবিহার থেকে জলদাপাড়া জঙ্গল সাফারি-ঝালং-বিন্দু প্যাকেজে খাওয়া ও যাতায়াত নিয়ে খরচে মাথাপিছু ১২৫০ টাকা খরচ ধরা হয়েছে। আগের মরসুমে একদিনের ওই প্যাকেজের খরচ ছিল মাথাপিছু ১৬০০ টাকা। একই ভাবে কোচবিহার থেকে ভূটানের ফুন্টসিলিং গুম্ফা হয়ে চিলাপাতা জঙ্গল সাফারির প্যাকেজে পর্যটকদের মাথাপিছু খরচ ধার্য করা হয়েছে ১১০০ টাকা। আগের মরসুমে খরচ ছিল মাথাপিছু ১৩০০ টাকা।

নিগমের ম্যানেজিং ডাইরেক্টর সুবল চন্দ্র রায় বলেন, “ভ্রমণ প্যাকেজে ফের জোর দেওয়া হয়েছে। পর্যটক টানতেই এবার খরচ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। লাভ কম রেখে ভ্রমণ প্যাকেজের প্রচার বাড়ানোও অন্যতম লক্ষ্য।” কিন্তু প্রশ্ন উঠেছে, খরচ কমাতে গিয়ে লোকসানের মুখে পড়ে বন্ধ হয়ে যাবে না তো এই প্যাকেজ?

নিগমের কর্তারা তা মানতে চাননি। নিগমের পর্যটন শাখা ‘সবুজের পথে হাতছানি’র সঙ্গে যুক্ত আধিকারিকেরা জানান, প্যাকেজ ট্যুরের জন্য নির্দিষ্ট বাসে সাধারণত গড়ে ২৮টি আসন রাখা হয়। আগের মরসুমগুলিতে ন্যূনতম ১২ জন পর্যটক হলেই বাস ছেড়ে দিত। মাথাপিছু গড় খরচ বেশি হত। এবার প্রতিক্ষেত্রেই ন্যূনতম ১৮টি আসন ‘বুকিংয়ের’ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ৬ জন বাড়তি পর্যটক হওয়ায় মাথাপিছু খরচ কমবে। নিগমের পরিচালন বোর্ডের সদস্য আবদুল জলিল আহমেদ বলেন, “অন্য রুটের প্যাকেজে ভিড় হলে খরচ কমানোর কথা ভাবা হবে।”

এ বার আরও পাঁচটি রুটে বেড়ানোর সুযোগ থাকছে ভ্রমণপিপাসুদের জন্য। নতুন সংযোজন কালিম্পঙের শিলারগাঁও। যেখানে পাহাড়ের কোলে মিলবে ‘হোম স্টে’র স্বাদ। ভূটানের থিম্পু-পারো যাওয়ার সুযোগও রয়েছে। এছাড়াও স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য প্রকৃতি-পাঠের বিশেষ বন্দোবস্তও করছেন নিগম কর্তৃপক্ষ। মঙ্গলবারই কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ৪৩ জন ছাত্রীদের নিয়ে ওই প্যাকেজে জলদাপাড়া গিয়েছিলেন শিক্ষিকারা। কোদালবস্তিতে সমীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষিকা রূপশ্রী কর্মকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

package tour nbstc price cheaper cooch behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE