Advertisement
০২ মে ২০২৪
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

স্নাতকোত্তরে ভর্তি-পরীক্ষার বিধি শিথিল

স্নাতকোত্তর স্তরে ভর্তির পরীক্ষায় বসার বিধি শিথিল করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে এত দিন ভর্তির ক্ষেত্রে ৪০ শতাংশ আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ছাত্রছাত্রীরা-ই কেবল পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ পেতেন।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর ও শিলিগুড়ি শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৪ ০৩:০২
Share: Save:

স্নাতকোত্তর স্তরে ভর্তির পরীক্ষায় বসার বিধি শিথিল করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে এত দিন ভর্তির ক্ষেত্রে ৪০ শতাংশ আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ছাত্রছাত্রীরা-ই কেবল পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ পেতেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সেই সুযোগ মিলত না। তাঁরা কেবল ৬০ শতাংশ আসনে মেধার ভিত্তিতেই ভর্তি হতে পারতেন। মেধার ভিত্তিতে সুযোগ না পেলে তাই তাদের অন্য বিশ্ববিদ্যালয়ে যেতে হত। তবে এ বছর থেকে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ যেমন থাকছে তেমনই ৪০ শতাংশ আসনে ভর্তির পরীক্ষাতেও বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা বসতে পারবেন। সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ বলেন, “৪০ শতাংশ আসনে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। অন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের পড়ুয়ারা যেমন বসতে পারবে তেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির পড়ুয়ারাও বসতে পারবে। বাকি ৬০ শতাংশ আসনে এই বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির ছাত্রছাত্রীরা মেধা তালিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন।”

জুলাই মাসের শেষের দিকেই স্নাতক স্তরের ফল প্রকাশ হবে। এর পরেই ভর্তির তোড়জোড় শুরু হবে। গত বছর মেধা তালিকায় স্থান না পাওয়ায় এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের ছাত্রছাত্রীদের অনেকেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাননি। কেন না পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির পরীক্ষায় বিধি শিথিল করায় পড়ুয়ারা খুশি।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিদায়ী সাধারণ সম্পাদক রোনাল্ড দে জানান, গত বছর ৪০ শতাংশ আসনে পরীক্ষার মাধ্যমে ভর্তির ব্যবস্থা হয়েছিল। তাতে এই বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির ছাত্রছাত্রীরা সুযোগ পাননি। রোনাল্ড বলেন, ‘‘আমরা দাবি জানিয়েছিলাম, পরীক্ষার মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। এ বছর থেকে তা কার্যকর করার সিদ্ধান্ত আমরা স্বাগত জানাচ্ছি।” ওয়েবকুপার উত্তর দিনাজপুর জেলার সদস্যরাও পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়ায় সকলেই যাতে অংশ নিতে পারেন সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিলেন। ওই সিদ্ধান্তে তাই খুশি তারাও। মেধা তালিকায় সুযোগ না-পাওয়ায় গত বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি ইসলামপুর কলেজের প্রাক্তন ছাত্র নিলাদ্রীশেখর মণ্ডল, কামাখ্যাগুড়ির ছাত্র দেবাশিস দেবনাথরা। নিলাদ্রী ইতিহাস নিয়ে স্নাতকস্তরে ৫০.৮ শতাংশ নম্বর পান। ৫১ শতাংশ নম্বর পান দেবাশিস। নিলাদ্রী বলেন, “বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলি থেকে আমাদের মতো ছাত্রছাত্রীরা গত বছর পরীক্ষায় বসার সুযোগ পাননি।” কামাখ্যাগুড়ির বাসিন্দা তথা কামাখ্যাগুড়ির ইতিহাস বিভাগের ছাত্র দেবাশিস দেবনাথ বলেন, “মেধা তালিকায় সুযোগ পাইনি। পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ আমাদের দেওয়া হলে ভাল হত।” এ বছর ইসলামপুর কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী অরুন্ধতি বিশ্বাস বলেন, “আর কয়েকদিন পর কলেজের ফল প্রকাশ হবে। মেধা তালিকাতে সুযোগ না পেলে কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। তবে ৪০ শতাংশ আসনে ভর্তির পরীক্ষায় এ বছর থেকে আমাদের মতো এই বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসার সুযোগ পেলে অনেকেই উপকৃত হবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE