Advertisement
১৮ মে ২০২৪
West Bengal SSC Scam

SSC-EID: এসএসসি-প্রার্থীদের পাশে ইদে সেলিমেরা

ইদের দুপুরে তাঁদের ধর্না-মঞ্চে গিয়েছিলেন মহম্মদ সেলিম। তিনি বলেন, ইদ পালন করতে চাকরি-প্রার্থীদের অনেকেই বাড়ি যাননি।

ইদের দিনে এসএসসি চাকরি - প্রার্থীদের ধর্নায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

ইদের দিনে এসএসসি চাকরি - প্রার্থীদের ধর্নায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ০৭:৪৭
Share: Save:

মেধা তালিকার ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবিতে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরি-প্রার্থীরা। তাঁদের প্রতি সহমর্মিতা জানিয়েই ধর্না-স্থলে গিয়ে ইদ পালন করলেন বিরোধী দল সিপিএম ও কংগ্রেসের নেতারা। ময়দানে গান্ধী মূর্তির কাছে এসএসসি-প্রার্থীদের ওই অবস্থান ৪৮৩ দিনে পড়েছে। ইদের দুপুরে রবিবার তাঁদের ধর্না-মঞ্চে গিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ইদ পালন করতে চাকরি-প্রার্থীদের অনেকেই বাড়ি যাননি। ত্যাগ স্বীকার করে তাঁরা খোলা ময়দানে দিন কাটাচ্ছেন চাকরির দাবিতে। এই লড়াইয়ে তাঁরা শেষ পর্যন্ত পাশে থাকবেন বলে সেলিম জানান। মে মাসে আগের ইদের দিনে মৃত ছাত্র-নেতা আনিস খানের বাড়িতে গিয়েছিলেন সেলিম। গান্ধীমূর্তির কাছে ধর্নায় এ দিন গিয়েছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, কৌস্তুভ বাগচীরাও। ফল-মিষ্টি নিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান তাঁরা, সরব হন চাকরি-প্রার্থীদের ‘বঞ্চনা’র বিরুদ্ধেও। চাকরি-প্রার্থীদের প্রতি সমর্থন জানাতে গিয়েছিলেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal SSC Scam Dharna CPIM Mohammed Salim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE